1.আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লা। হুজুর এই প্রশ্নটা আগে মনে হয় আমি করেছি। আমার ৯৮ পার্সেন্ট মনে হচ্ছে করেছি।আর আপনি বলছিলেন তালাক হবেনা। এটা ও ৯৮ পার্সেন্ট শিওর। আমি ওয়াসওয়াসায় আক্রান্ত। প্রশ্নটা খুঁজে না পাওয়ায় ওয়াসওয়াসা আসতে থাকায় প্রশ্নটা নিচে আবার করেছি। এখনো চোখে ভাসতেছে প্রশ্নটা করেছি আর আপনি তালাক হবে না বলেছিলেন।
কোন মেয়েকে ধরেন তার স্বামী তালাকের পাওয়ার দিছে। মুখে আর লিখিত। ধরেন মেয়েটি আর তার স্বামী জানত না যে ইসলামে মেয়েরা এমন পাওয়ার পায় যে সেটা।শুনেও নি কোনদিন। তহ ধরেন এই সব জানার আগে যদি মেয়েটি তার স্বামীকে বলে মানে নিজের দিকে তালাকের ঈন্গিত না করে যদি বলে তুই আমার জন্য হারাম অথবা আমি তুর জন্য হারাম , এমনটা নিজের দিকে ইঙ্গিত না করে বললে কি তালাক হবে? ধরেন মেয়েটি জানত ও না এই সব কথা বললে তালাক ও হতে পারে সেটা। শুনে ও নি।
আপনি তালাক হবে না বলেছিলেন। প্রশ্নটা খুঁজে না পেয়ে আপনাকে প্রশ্নটা করেছি। তবে 98% সিওর আপনি তালাক হবে না বলেছিলেন। কিন্তু এটা নিয়ে মনে আবার সন্দেহ আর ওয়াসওয়াসা আসতে থাকায় আবার করেছি প্রশ্নটা।
2.প্রশ্নটি কি আর খুঁজে আপনাকে দিতে হবে?