আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
301 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
edited by
হুজুর আপনারা বলেন যে স্ত্রী স্ত্রী তালাক চাইলে স্বামী রাগের অবস্থায় কেনায়া বাক্য বললে তালাক হয়.....তাই জেনে রাখার জন্য কিছু প্রশ্ন

১)স্ত্রী অভিমান করে তালাক চাইলে স্বামী যদি দুষ্টামি করে বলে"" অন্য কাউকে খুজে নাও ""((নিয়ত আর উদ্দেশ্যর প্রশ্নই আসেনা)) একেএে কি তালাক হবে?রাগ এবং ঝগড়ার অবস্থা ছাড়া।জানার জন্য

অথবা খুজে নাও বললে(নিয়ত আর উদ্দেশ্যর প্রশ্নই আসেনা) ও কি তালাক হবে???

ক:স্ত্রী যদি দিয়ে দাও বা ছেড়ে দাও এইরকম কেনায়াসূচক বাক্যে চাইলে কি হবে?

খ:স্ত্রী যদি  যদি সরাসরি তালাক সূচক বাক্যে  চাইলে কি হবে?

২)অথবা স্ত্রী দুষ্টুমি করে তালাক চাইলে এবং স্বামী ও দুষ্টুমি মজার ছলে  বললে উক্ত বাক্য?জানার জন্য

ক :স্ত্রী   যদি দিয়ে দাও বা ছেড়ে দাও এইরকম কেনায়াসূচক বাক্যে চাইলে কি হবে?

খ:স্ত্রী  যদি সরাসরি তালাক সূচক বাক্যে  চাইলে কি হবে)

৩)অথবা স্ত্রী অভিমান করে তালাক চাওয়ার পর  স্বামী আবেগঘন মূহুর্তে একটু আহ্লাদী করে অভিমানী সুরে যদি বলে,,,যেমন ""অন্য কাউকে খুজে নাও,idiot,আমি তোমাকে অনেক ভালোবাসি """ (নিয়ত আর উদ্দেশ্যের প্রশ্নই আসে না)))  অর্থাত অন্য কাউকে খুজে নাও বলার পর যদি অন্যান্য বাক্য বলে৷ ভালোবাসা মূলক বুঝাতে চায় যে সে বউকে অনেক ভালোবাসে?একেএে কি তালাক হয়?রাগ আর ঝগড়ার অবস্থা ছাড়া।অথবা"" খুজে নাও ""(নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্নই আসেনা) জানার জন্য

মেসেজ অথবা  মোবাইল এ অথবা সামনাসামনি (আবেগ ঘন মূহুর্তে এইরকম বললে কি হবে তালাক?জানার জন্য

ক:স্ত্রী  যদি দিয়ে দাও বা ছেড়ে দাও এইরকম কেনায়াসূচক বাক্যে চাইলে কি হবে?

খ:স্ত্রী  যদি সরাসরি তালাক সূচক বাক্যে  চাইলে কি হবে)

৪)অথবা স্ত্রী তালাক চাইলে স্বামী দুষ্টামি করে অন্যান্য কেনায়া বাক্য বললে কি তালাক হবে?রাগ আর ঝগড়ার অবস্থা ছাড়া?জানার জন্য

ক:স্ত্রী  যদি দিয়ে দাও বা ছেড়ে দাও এইরকম কেনায়াসূচক বাক্যে চাইলে কি হবে?

খ: স্ত্রী যদি সরাসরি তালাক সূচক বাক্যে  চাইলে কি হবে)

৫)অর্থাত আমি জানতে চায় রাগ বা ঝগড়ার মূহুর্ত ছাড়া অন্যন্য মূহুর্তে বিধান কি?

৬)অধিকারপ্রাপ্ত স্ত্রী অভিমান করে(নিয়ত বা উদ্দেশ্যর প্রশ্নই আসেনা) স্বামীকে আরেকটা বিয়ে করতে বললে কি তালাক হয়ে যায়?আর নিয়ত করে বললেও কি তালাক হয়ে যায়?

শুধুমাত্র জানার জন্যই প্রশ্নগুলো করা।আমাদের সম্পর্ক খুবই ভালো।এইরকম কথা আমদের কখনো হয়নি,ইনশাআল্লাহ হবেনা
by (3 points)
হুজুর উত্তর টা পেলামনা

1 Answer

0 votes
by (606,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুযাকারায়ে তালাক বা তালাকের আলোচনা
وَفِي حَالَةِ مُذَاكَرَةِ الطَّلَاقِ يَقَعُ الطَّلَاقُ فِي سَائِرِ الْأَقْسَامِ قَضَاءً إلَّا فِيمَا يَصْلُحُ جَوَابًا وَرَدَّا فَإِنَّهُ لَا يُجْعَلُ طَلَاقًا كَذَا فِي الْكَافِي
তালাকের আলোচনার পরিস্থিতিতে সকল প্রকার কেনায়া তালাকে তালাক পতিত হবে।তবে যে শব্দগুলো তালাকের আবেদনের জবাব এবং রদ উভয়টা বুঝাবে,সে শব্দুগুলো দ্বারা তালাক পতিত হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭৫)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রী তালাক চাইলে স্বামী ঐ সমস্ত শব্দ বললে,যেগুলোতে তালাকের আবেদনের সম্মতি বা প্রত্যাখ্যান উভয় প্রকার বুঝাবে, সেই সব শব্দ বলার বেলায় নিয়ত ব্যতাত তালাক পতিত হবে না।

কেনায়া শব্দ তিন প্রকার,
(১) যা শুধুমাত্র সম্মতি বুঝায়।
(২) যা সম্মতি ও গালি বুঝায়।
(৩)যা তালাকের আবেদনের সম্মতি বুঝায় ও প্রত্যাখ্যান বুঝায়।

(১)স্ত্রী অভিমান করে তালাক চাইলে স্বামী যদি দুষ্টামি করে বলে"" অন্য কাউকে খুজে নাও ""((নিয়ত আর উদ্দেশ্যর প্রশ্নই আসেনা)) 

এখানে অন্য কাউকে খুজে নাও দ্বারা তালাকের আবেদনের সম্মতি বুঝা যাচ্ছে, তাই কাযা'আন তালাক পতিত হবে।তবে দিয়ানাতান তালাক হবে না।

(ক) দিয়ে দাও বা ছেড়ে দাও এইরকম শব্দাবলী দ্বারাও তালাকের আবেদন বুঝাবে।

(খ) স্ত্রী যদি সরাসরি তালাক সূচক বাক্য বলে, তাহলে সেটা দ্বারাও আবেদন বুঝাবে।

২) স্ত্রী যদি দুষ্টুমি করে তালাক চায় এবং স্বামী ও দুষ্টুমি মজার ছলে উক্ত বাক্য বলে, এমন সব বাক্য যা সম্মতি বা সম্মতি গালি বুঝায়, তাহলে ঐ সব শব্দাবলী দ্বারাও তালাক হবে।

(ক) স্ত্রী যদি দিয়ে দাও বা ছেড়ে দাও, এইরকম কেনায়াসূচক বাক্য বলে, তাহলে এদ্বারাও তালাকের আবেদন বুঝাবে।

(খ)স্ত্রী যদি সরাসরি তালাক সূচক বাক্যে বলে, তাহলে এদ্বারাও তালাকের আবেদন বুঝাবে।

(৩) স্ত্রী যদি অভিমান করে তালাক চায়, অতঃপর স্বামী আবেগঘন মূহুর্তে একটু আহ্লাদী করে অভিমানী সুরে বলে, যেমন "অন্য কাউকে খুজে নাও,idiot,আমি তোমাকে অনেক ভালোবাসি " (নিয়ত আর উদ্দেশ্যের প্রশ্নই আসে না)))  অর্থাত অন্য কাউকে খুজে নাও বলার পর যদি অন্যান্য বাক্য বলে৷ ভালোবাসা মূলক বুঝাতে চায় যে সে বউকে অনেক ভালোবাসে।

এক্ষেত্রে তালাক হবে না।

(৪)স্ত্রী তালাক চাইলে স্বামী দুষ্টামি করে অন্যান্য কেনায়া বাক্য বলতে কি বাক্য? সেটা তো বলতে হবে।


(৫) আপনার প্রশ্ন অস্পষ্ট।

৬)অধিকারপ্রাপ্ত স্ত্রী অভিমান করে(নিয়ত বা উদ্দেশ্যর প্রশ্নই আসেনা) স্বামীকে আরেকটা বিয়ে করতে বললে তালাক হবে না। আর নিয়ত করে বললেও তালাক হবে না।

শুধুমাত্র জানার জন্যই প্রশ্নগুলো করা।আমাদের সম্পর্ক খুবই ভালো।এইরকম কথা আমদের কখনো হয়নি,ইনশাআল্লাহ হবেনা।

 বিঃদ্রঃ
কাল্পানিক প্রশ্ন সংসারের জন্য ক্ষতিকারক। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,150 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...