আব্বু ১ বছর আগে সম্পূর্ণ নিজের হালাল উপার্জনের টাকায়, ৬ শতাংশ জমি কিনেন।এবং সম্পূর্ণ জমি, আম্মুর নামে করে দেন।আমরা শুধু ২ বোন।কোনো ভাই নেই আমাদের। আম্মু চাচ্ছেন যে, এই সম্পত্তি শুধু আমাদের ২ বোনের নামে ওসিয়ত করে যাবেন।অর্থাৎ,মায়ের মৃত্যুর পর শুধু আমরা ২ বোনেই পাবো, এমন অসিয়ত।আমার এখানে কয়েকটি প্রশ্ন আছে-
১/উপরিউল্লিখিত সুরতে, আম্মুর জন্য কী জায়েয হবে, ৬ শতাংশের সম্পূর্ণ টাই আমাদের ২ বোনের নামে করা?কোনো ওয়ারিশ কে না দিয়ে?
২/ উপরিউল্লিখিত সুরতে, আম্মুর ওয়ারিশ কী আমরা ২ বোনেই হতে পারবো??নাকি আম্মুর অন্য কোনো ওয়ারিশ থাকবে?
৩/উপরিউল্লিখিত অবস্থায়, আম্মুর ওয়ারিশ কারা কারা হবেন?
৪/উপরিউক্ত সুরতে, যদি আম্মুর ওয়ারিশ যদি অন্য কেউ থেকে থাকেন, তাহলে তাদের মধ্যে , এই ৬ শতাংশ জমির বন্টন কীভাবে করতে হবে?
৫/এবং সম্পত্তি পরিমান টাকা দিয়ে দিলে হবে কীনা?