১. সগীরা গুনাহকে গুনাহ মনে না করলে তার বিধান কি? সে কি কাফের হয়ে যাবে?
২. আজকে সেলুনে যাওয়ার আগে মনে মনে ভাবতাম ছিলাম দাড়ি ছোট করবো না করলে অনেক গুনাহ হবে। তখন মনে মনে ভাবতে ভাবতে মুখে বলে ফেলেছি, " দাড়ি তো আর ছাইছা ফেলতেছি না" আসলে তেমন কিছু ভেবে বলি নাই এমনিই বলে ফেলেছি এর ফলে কি আমার ইমানে সমস্যা হবে?
৩. একটা ওয়াজে কুফরের বিষয়ে বলতে গিয়ে শুনেছিলাম, " এছা কারনেছে নিকাহ টুট যায়ে গা" এটা শুনে মনে মনে টুটি টুটি টুটি এভাবে অনেক বার বলতে থাকি, তখন মাথার মধ্যে আমার বিয়ে ভাঙ্গার চিন্তা চলে আসে, তখনো টুটি টুটি এভাবে বলতেছিলাম, কিন্তু সংসার ভেঙ্গে ফেলছি এইরকম নিয়ত নিয়ে বলি নাই, এর ফলে কি বিবাহে সমস্যা হবে?
৪. একজন মুসলমান কে হিন্দু মনে করে আরেকজনকে বলেছলাম সে হিন্দু, আরেকজন মুসলিম বললেও আমি বলি নাহ সে হিন্দু, (মনে হয়েছলো বিধায়) পরে জানতে পারি সে মুসলিম এর ফলে কি আমার গুনাহ বা ইমানে সমস্যা হবে?
৫. পিছনে ক্রুশের মতো একটা জিনিস দেখায় একজনকে বলি দ্বারা এটার একটা ছবি তুলি, তখন সে মজা করে বলে দাড়া খ্রিষৃটানের মতো এমন করি, করে তারা যেভাবে কাধে ক্রুশের চিন্হ দেখায় এমন দেখিয়ে বলে, এমন টা করবো?আমি তাকে ধমক দেই, বলি ধুর মিয়া। এর পরে আর কিঋু করেনাই, তার কি ইমানে সমস্যা হবে?
৬. চোখের সামনে কেও কুফরী করলে, আমি যদি তাকে না বলি যে তোমার এই কাজ কুফরী তুমি জলদি কালিমা পরো, তবে কি আমারো ইমানে সমস্যা হবে? অনেক সময় কাজটা কুফরি কিনা শিপর ও হওয়া যায় না, আবার সে কিভাবে সেটা ভেবে সরসরি বলাও যায় না
৭.
https://ifatwa.info/67888/
এই লিংকের কমেন্টটা একটু দেখবেন?বড় পেরেশানি হচ্ছে