করিম শয়তানের ওয়াসওয়াসায় পরে মনে মনে তার স্ত্রীকে নিয়ে বলল, তালাক দিলাম। এইভাবে সে মনে মনে ২ দিন স্ত্রীকে তালাক দেয় কারন শয়তান তাকে এইসব ভাবায়।
তারপর একদিন করিম নিয়ত ছাড়া মুখে উচ্চারণ করে বলে, "প্রথমদিন থেকে শয়তান তালাক নিয়ে যা মনে মনে বলিয়েছে, যা ভাবিয়েছে, যা ওয়াসোয়াসা দিয়েছে, যা যা দুশ্চিন্তা দিসে তা স্ত্রীকে দিলাম।" এই বাক্য শেষ হওয়ার পরেই করিম আবার বলল, উঠায় দিলাম, তুলে দিলাম।
উঠায় দিলাম, তুলে দিলাম বলাতেও করিমের নিয়ত ছিল না।
এইখানে করিমের যদি নিয়ত না থাকলে তাহলে কি তালাক হবে?