আসসালামু আলাইকুম উস্তাদ। নিচের বিষয়গুলো নিয়ে একটু বলবেন অনুগ্রহ করে।
১। বাচ্চাকে কোলে নেওয়ার সময়, জাগ্রত বা ঘুমন্ত যেকোনো অবস্থায়েই মাঝে মধ্যে ওদের আম্মুর সাথে অন্তরঙ্গ হওয়ার চিন্তা মাথায় আসে, মানে চিন্তা আসে এমন যে এটুকু মানুষ, ভূমিষ্ঠ হয়েছে আমাদের সহবাসের মাধ্যমে, ইচ্ছা করে তৎক্ষণাৎ আবারও আমরা মিলিত হই, আরেকটা এমন বাচ্চা আসুক ওর গর্ভে, গর্ভাবস্থায় ওর শারীরিক সৌন্দর্য আরও বেড়ে যাওয়া আমার কাছে ইত্যাদি চিন্তা এসে বাচ্চা কোলে থাকা অবস্থায়েই উত্তেজিত হয়ে পড়লে কি হুরমত হবে কোনোভাবে? বাবুর প্রতি কোন আকর্ষণ নয় নাউজুবিল্লাহ, ওর আম্মুর প্রতিই টান অনুভব করার ফলে এমন হয়।
২। ফিকহ অনুযায়ী তো উস্তাদ স্বামী স্ত্রী কোন কভার ছাড়া কোন কাপড় ছাড়া ঘুমানো ভালো না, কিন্তু গরমের মধ্যে কভার, চাদর থাকলে তো অসুবিধা হয়, ঘামে, এই সময় কি কোন ছাড় পাওয়া যায়?
৩। গর্ভাবস্থায় স্ত্রীকে যদি পেটের কাপড় সরিয়ে শুতে বলি, উপভোগের জন্য, এটা কি সে করবে না? সে বলল যে এমনভাবে শুলে শয়তান বাচ্চার সমস্যা করবে, এটি কি সত্যি?
৪। স্ত্রীর চুলে ডাই করে দিলে কি পাপ হয়? লাল, গোলাপি ইত্যাদি রঙে। যদি করা যায় তাহলে সে কি মাহরামদের সামনে চুল ঢাকা ছাড়া থাকতে পারবে (গায়রে মাহরাম তো প্রশ্নাতীত)।
৫। বাচ্চা একদম ছোট ৩ মাস হবে কিছু পরেই, জেগে আছে, শুয়ে খেলছে, এমতাবস্থায় বাচ্চার সামনেই স্ত্রীর সাথে অন্তরঙ্গ হলে কি গুনাহ হবে? কোন বুঝ নেই যেহেতু এত ছোট অবস্থায় তাই জিজ্ঞেস করা উস্তাদ।
৬। গর্ভাবস্থায় স্ত্রীর পেটে মেহেদি আঁকা কি পাপ হবে? পিঠে মেহেদি এঁকে দেওয়া কি পাপ হবে উস্তাদ?
৭। গর্ভাবস্থায় সহবাসে স্ত্রীর যোনীর ভিতরে বীর্য স্খলন করা যায়? স্ত্রী রাজি থাকলে কি বাইরেও ওর শরীরের কোথাও করা যাবে?