আসসালামু আলাইকুম, আফওয়ান,আগেই ক্ষমা চেয়ে নিতেছি,একইরকম প্রশ্ন আরেকবার করার জন্য। (উত্তর টা জানা খুবই জরুরি)
আমার বাবা এবং ২ ভাই এর নামে ৯০ লাখের লোন আছে,যেটা বাসা ভাড়া থেকে প্রতি মাসে শোধ হচ্ছে, যেটা শোধ হতে ২০ বছর লাগবে। আমার বাবা এই লোন নিয়ে খুবই অনুতপ্ত কিন্তু দ্রুত শোধ করার কোন উপায় নাই।এই বছর, আমার বাবা হজ্জ করতে চাচ্ছেন,আমার বাবার উপরে কি হজ্জ ফরয নয়?
আর যদি ফরজও না হয় তাহলে হজ্জ করা কি জায়েজ হবে না?
যদি হজ্জ করেন তাহলে কি সওয়াব পাবেন না?
এখন আমার বাবার করনিয় কি?