জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য মতে কোরা একটি প্রশ্নোত্তরের ওয়েবসাইট ও অ্যাপ, যেখানে একজন ব্যবহারকারী প্রশ্ন করতে পারে এবং অন্যান্য ব্যবহারকারীর করা প্রশ্নগুলির উত্তর প্রদান করে। মতামত, সম্পাদনা এবং সম্প্রদায় (কমিউনিটি) দ্বারা যথাযথ উত্তরকে নির্মিত করা হয়।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
এখানে জ্ঞান,বিজ্ঞান, ধর্ম বিষয়ক সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়,যারা জবাব জানেন,তারা জবার প্রদান করে থাকেন।
জানা মতে এখানে বিজ্ঞ মুফতী সাহেব নেই,তাই এখানে ইসলামী কোনো প্রশ্নের জবাব রেফারেন্স বিহিন গ্রহন করা যাবেনা।
এই App ব্যাবহার করতে গিয়ে অনেক বিজ্ঞাপন আসতে পারে।
সেক্ষেত্রে বাদ্য-বাজনার ব্যবহার থাকলে সেটি দেখা নাজায়েজ হবে।
অথবা বিজ্ঞাপনগুলোতে যদি নারীর ছবি/ অশ্লীল ছবি থাকে,তাহলে তাহা দেখা জায়েজ হবেনা।
মহান আল্লাহ তায়ালা বলেন,
إِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ أَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِي الَّذِيْنَ آمَنُوْا لَهُمْ عَذَابٌ أَلِيْمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ-
‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, নিশ্চয়ই তাদের জন্য ইহকালে ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’। (নূর ১৯)
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
আরো জানুনঃ-