আসসালামু আলাইকুম, আমি একজন মেয়ে,আমি জ্বীনযাদু গ্রস্ত, যার কারনে আমার সবসময়ই মনে হয় কানে একটা আবরন পড়ে আছে,,আর নামাযের সময় এই কারনে অনেক বেশি অস্থিরতা কাজ করে,নামাযে মনোযোগ ধরে রাখা কষ্টকর হয়ে যায়,মনোযোগ ধরে রাখার স্বার্থে আমি একটু জোরে সালাত আদায় করি, কানে শোনা যায় এতটুকু জোরে পড়ি,এতে কি আমার নামায হবে?
২য় সমস্যা,,জ্বীনযাদুগ্রস্ত হওয়ার কারনে আমার পেট সহজে ক্লিয়ার হতে চায় না,রুকাইয়াহ চলমান,,নামায পড়তে আসলে অযু করার পরই বায়ু নির্গত হওয়ার সমস্যা বেড়ে যায়,,এক্ষেত্রে নামাযে অযু ভাঙার উপক্রম হয়,,চেপে ধরে রাখলে নামাযে মনোযোগের ব্যাঘাত ঘটে,,এক নামাযে কয়েকবার অযু করার প্রয়োজন পড়ে,,এটা আমার জন্য কষ্টকর,, হুযুর উত্তম ফতোয়া দিয়ে সাহায্য করুন।জাযাকাল্লাহ