জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، عَنِ ابْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عَشْرٌ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَالاِسْتِنْشَاقُ بِالْمَاءِ وَقَصُّ الأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الإِبِطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ " . يَعْنِي الاِسْتِنْجَاءَ بِالْمَاءِ .
ইয়াহ্ইয়া ইবনু মুঈন -------- আয়িশা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেছেন, রাসুলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ দশটি কাজ স্বভাবজাত; ১। গোঁফ ছোট করা, ২। দাড়ি লম্বা করা, ৩। মেস্ওয়াক করা! ৪। নাকের ছিদ্রে পানি প্রবেশ করান, ৫। নখ কাটা, ৬। উযূ (ওজু/অজু/অযু)-গোসলের সময় আংগুলের গিরা ও জোড়সমূহ ধৌত করা, ৭। বগলের পশম পরিষ্কার করা, ৮। নাভির নীচের লোম পরিস্কার করা, ৯। পানির দ্বারা ইস্তিঞ্জা করা।
(আবু দাউদ ৫৩)
★শরীয়তে অবাঞ্চিত লোম দূরীকরন যেহেতু জায়েজ আছে,তাই স্থায়ীভাবে রিমুভ করাও জায়েজ আছে।
সুতরাং শরীরের হাত,পা, গোপনাঙ্গের লোম লেজার চিকিৎসার মাধ্যমে চিরস্থায়ী ভাবে অপসারণ করা জায়েজ।
তবে শর্ত হলো অভিজ্ঞ ডাক্তারের মতে এটি শরীরের জন্য ক্ষতিকর না হওয়া।
,
যদি অভিজ্ঞ ডাক্তারের মতে এটি শরীরের জন্য ক্ষতিকর হয়,তাহলে চিরস্থায়ী ভাবে অপসারণ করা
জায়েজ হবেনা।
আরো জানুনঃ-
(০২)
অভিজ্ঞ ডাক্তারের মতে এটি শরীরের জন্য ক্ষতিকর না হলে লেজার চিকিৎসার মাধ্যমে গোপনাঙ্গ ফর্সা করা জায়েজ।
★তবে প্রশ্নে উল্লেখিত উভয় ছুরতেই যদি নিজে না করে
যদি মহিলা ডাক্তার দ্বারা করানো হয়,সেক্ষেত্রে সতর খোলার দরুন এটি জায়েজ হবেনা।
উপরোক্ত কারনে সতর দেখানো জায়েজ হবেনা।