আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন।
আমার তালাক সম্পর্কে খুব বেশি ওয়াসওয়াসা আশে যার কারনে সব সময় মনে মনে তালাক দিয়ে ফেলি, কিন্তু আমার তালাক দেওয়ার কোনো ইচ্ছা বা নিয়ত নেই, কিন্তু ওয়াসওয়াসার কারনে কখনো ইচ্ছাকৃত আবার অনিচ্ছাকৃত ভাবে মুখ দিয়ে এই শব্দ টুকু বের হয়ে যায় যে তালাক দিলাম।
১/আমি শুধু মনে মনে এতোটুকু কথা বলি যে আমি জাকে বিয়া করবো তার উপরে তালাক, এতো টুকু কথা মুখে উচ্চারণ করে বলি নাই কিন্তু পড়বে শব্দ টুকু মুখে উচ্চারণ করে বলেছি(শুধু পড়বে শব্দটুকু শোনা গিয়েছে) অর্থাৎ অর্ধেক মনে মনে আর অর্ধেক উচ্চারন করে বলেছি, তাহলে কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে?
২/কোনো স্বামী যদি এই ধরনের নিয়ত করে রাখে যে আমার স্ত্রী যদি কোথাও জাওয়ার জন্য আমার কাছে অনুমতি চায় তাহলে আমি যদি জাইতে বলি আর জাইতে বলা দ্বারা স্বামীর উদ্দেশ্য যদি তালাক দেওয়া নাও হয় তাহলেও তালাক পড়ার নিয়ত হয়ে যাবে।
এই ধরনের নিয়ত যদি কোনো স্বামী আগে থেকেই করে রাখে তাহলে স্ত্রী যদি জাওয়ার জন্য অনুমতি চায় আর স্বামী যদি জাইতে বলে তাহলে কি উপরের নিয়তের কারনে এখন জাইতে বলার দ্বারা কি তালাক বুঝাবে?জদিও স্বামী আগে নিয়ত করে রেখেছে কিন্তু অনুমতি দেওয়ার সময় তালাকের নিয়ত করে নাই।
৩/আমি যদি চুড়ান্তভাবে নিশ্চিত না হতে পারি যে আমি আগে কোনো দিনও কি এই ধরনের কথা বলেছিলাম নাকি যে,আমি জাকে বিয়া করবো তার সাথে বিয়া হওয়ার সাথে সাথে তালাক হয়ে যাবে।অর্থাৎ আমি নিশ্চিত ভাবে বলতে পারতেছিনা যে এই ধরনের কথা বলেছিলাম নাকি।এখন কি বিয়ার পর আমার স্ত্রী তালাক হয়ে যাবে?
৪/যদি এমন হয়ে থাকে যে আমি আগে হয়তো এই ধনের কথা বলেছি যেটা এখন আমার মনে নেই যে কথাটা বলেছি নাকি বলি নাই তাহলে কি স্ত্রী তালাক হবে?আর যদি এই ধরনের কথা বলেও থাকি কিন্তু আমার মনে না থাকার কারনে কি তালাক পড়বে?
৫/মনে করেন আমি এই ধরনের কথা বলেছি কিন্তু মুখে উচ্চারণ করে বলেছি নাকি মনে মনে বলেছি এই বেপারে আমি নিশ্চিত না তাহলে কি বিয়ার পরে স্ত্রী তালাক হয়ে যাবে?যেহেতু আমি শিয়র না অর্থাৎ সন্দেহ হচ্ছে।যদি মুখে উচ্চারণ করে বলে থাকি কিন্তু আমার মনে না থাকার কারনে কি তালাক হয়ে যাবে?
৬/কেউ যদি মুখে উচ্চারণ না করে মুখ নাড়িয়ে এই ধরনের কথা বলে যে, আমি যদি এই কাজটা করি বা যদি এই মেয়েটাকে বিয়া করি, বা জাকে বিয়া করব সে তালাক হয়ে যাবে।
এই কাজগুলো করার পরে কি স্ত্রী তালাক হয়ে যাবে?
জদিও উচ্চারণ করে বলে নাই কিন্তু মুখ নাড়িয়ে জিহবা নাড়িয়ে বলেছে তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে?
৭/তালাক না দেওয়ার নিয়ত করে কেউ যদি ভুলে তালাক দিয়ে দেয় তাহলে কি তালাক হবে?
অর্থাৎ তালাক পড়বেনা বলতে গিয়ে পড়বে বলেছে।
৮/কেউ যদি মনে মনে বলে যে আমি আমার বউকে তালাক,,, এতোটুকু মনে মনে বলেছে কিন্তু দিলাম শব্দটুকু উচ্চারণ করে বলেছে তাহলে কি তালাক হবে?
ধনের কেউ তার স্ত্রীর সামনে মনে মনে বলেছে যে আমি তোোমাকে তালাক,,,,,, এতোটুকু স্বামী তার মনে মনে বলেছে কিন্তু দিলাম শব্দটুকু উচ্চারণ করে বলেছে তাহলে কি স্ত্রী তালাক হবে?বা স্বামী জদি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে যে তুমি তালাক।অর্থাৎ তুমি শব্দটুকু মনে মনে বলেছে আর তালাক শব্দ টুকু মুখে উচ্চারণ করে বলেছে, শুধু তালাক শব্দটুকু শোনা গিয়েছে, তাহলে কি স্ত্রী তালাক হবে?
হুজুরের কাছে অনুরোধ আমার এই উত্তর গুলো দিবেন।
আমার তালাক সম্পর্কে সব সমস্যা এগুলো।