ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনি তাড়াহুড়া না করে বরং ধীরসুস্থে প্রস্রাব করবেন।কাপড়ে বা শরীরে এক দিরহাম তথা আমাদের দেশে প্রচলিত কাচা ৫ টাকার সমপরিমাণ প্রস্রাব লাগলে তখন নামায হবে না।কাপড় বা শরীরকে ধৌত করেই নামায পড়তে হবে।গোসল করার প্রয়োজন নাই।বরং যেই স্থানে পস্রাব লাগবে সেই স্থানকে ধৌত করে নিলেই হবে। আর এক দিরহাম থেকে কম হলে, সেই কাপড় বা শরীর দ্বারাও নামায হবে।
আপনি ধীরসুস্থে প্রস্রাব করবেন।এবং প্রয়োজনে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
(২)
নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফের পর কৃরআন হাদীসে বর্ণিত যে কোনো দু'আই আপনি পড়তে পারবেন। তবে শর্ত হল, আরবীতে পাঠ করতে হবে।
প্রত্যেক ওয়াক্তে ফরজ সালাত শেষে ইস্তেগফার তাসবিহ তাহলিল তাকবির আয়াতুল কুরছি শেষে সুরা ফাতিহা সুরা কাফিরুন এবং তিন কুল পড়ে গা মুছাকে জরুরী মনে না করে কেউ যদি এমনিতেই নিয়মিত করে, তাহলে বিদাত হবে না।