বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
এক্ষেত্রে যেসব বর্ণনা গুলির কথা বলা হয়,তার ইবারত এরকমঃ-
হযরত ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
من أنفق ثلث ماله في الطيب لم يسرف
কেউ যদি তার সম্পদের একতৃতীয়াংশও সুগন্ধির পেছনে ব্যয় করে, তবু সে অপচয়কারী হিসেবে বিবেচিত হবে না।
ما روي عن عمر حيث قال : " لو أنفق الرجل ماله كله في الطيب لم يكن مسرفاً
হযরত ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন,কেউ যদি তার সম্পদের পুরো অংশ সুগন্ধির পেছনে ব্যয় করে, তবুও সে অপচয়কারী হিসেবে বিবেচিত হবে না।
বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরামগন এসব রেওয়াতের ব্যপারে বলেন,
فهذا الحديث مشهور على الألسنة في هذا العصر، وليس موجودا في شيء من كتب المتقدمين، ولهذا قال العلامة ابن باز رحمه الله: لا أصل له.
সারমর্মঃ-
এই হাদীস বর্তমান যামানায় মানুষের যবানে তথা লোক মুখে প্রসিদ্ধ।
তবে এটি পূর্ববর্তীদের কোনো কিতাবে নেই,এই জন্য ইমাম বায রহঃ বলেন যে এই হাদীসের কোনো আছল নেই,(কোনো অস্তিত্ব নেই।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উক্ত রেওয়ায়াত আমলযোগ্য নয়।
হাফীসের কিতাব গুলিতে উক্ত বর্ণনা পাওয়া যায়না।