আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
118 views
in পবিত্রতা (Purity) by (24 points)
السلام عليكم ورحمة الله
সাদা স্রাব  নাপাক।এ-র আগে একবার প্রশ্ন করেছিলাম সাদাস্রাব পায়জামায় লেগে শুকিয়ে গেলে তখন ঐটা নিয়ে নামাজ পড়া যাবে কিনা?এক্ষেত্রে পায়জামা পাক করতে হবে নতুবা চেঞ্জ করতে হবে।

১)এ-ই পায়জামা নিয়ে কোরআন পড়া যাবে?

২)এ-ই পায়জামা পড়ে অযু করে এসে আরেকটা পায়জামা চেঞ্জ করতে পারবো নাকি ওযু করার আগে চেঞ্জ করতে হবে?ওযু করার পরে এ-ই পায়জামা (সাদাস্রাব শুকিয়ে গেলে) গায়ে   লাগলে কোনো প্রবলেম হবে? মানে শরীর অপবিত্র হওয়া বা এরকম কিছু।
৩)  পায়জামা পাক করার পদ্ধতি কি?

৪) যাদের সবসময় সাদাস্রাব হয় তাদের ক্ষেত্রে কি করণীয়?

1 Answer

0 votes
by (559,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ عَلِيٍّ، قَالَ: ” كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْرِئُنَا الْقُرْآنَ مَا لَمْ يَكُنْ جُنُبًا”

আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, শরীর নাপাক না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বাবস্থায় কুরআন তিলাওয়াত করাতেন। [মুসনাদে আহমাদ, হাদীস নং-৬২৭,সুনানে তিরমিজী, হাদীস নং-১৪৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৭৯৯]

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا

ঋতুবতী নারী ও জুনুব ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কোরআনের কিছুই পাঠ করবে না। (তিরমিযি ১৩১, ইবনু মাজাহ ৫৯৫)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এ-ই পায়জামা নিয়ে কুরআন পড়া যাবে।

(০২)
যেহেতু সাদা স্রাব পায়জামায় লেগে শুকিয়ে গিয়েছে, তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে শরীরে কোনো নাপাকি লেগে না থাকলে এ-ই পায়জামা পড়ে অযু করে এসে আরেকটা পায়জামা চেঞ্জ করতে পারবেন।

এক্ষেত্রে অযু করার আগে চেঞ্জ করা আবশ্যক নয়।

তবে করার সময় পায়জামায় পানির ফোটা পড়ে সাদা স্রাব লেগে থাকা সেই স্থান ভিজেও যেতে পারে,তাই 
অযু করার আগে চেঞ্জ করবেন।

ওযু করার পরে এ-ই পায়জামা (সাদাস্রাব শুকিয়ে গেলে) গায়ে লাগলে কোনো প্রবলেম হবেনা।
এতে শরীর অপবিত্র হবেনা।

(০৩)
তিনবার ধোয়া লাগবে,প্রত্যেকবার ধোয়ার পর নিংড়াতে হবে।
প্রত্যেক বার নতুন পানি ব্যবহার করতে হবে 

(০৪)
এক্ষেত্রে তারা মা'যুর হলে তাদের পবিত্র হতে হবেনা।
তারা প্রত্যেক ওয়াক্তের জন্য অযু করে সেই ওয়াক্তের মধ্যে যত ইচ্ছা,নামাজ আদায় করতে পারবে।

আর যদি তিনি মা'যুর না হোন,সেক্ষেত্রে নামাজের আগ দিয়ে শরীর ও কাপড় পাক করে নামাজ পড়তে হবে।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...