আসসালামু আলাইকুম। আমি অনলাইন পেশা হিসাবে কাজ করি (ফ্রিল্যান্সিং)। Passive income এর জন্য আমি envato নামক একটা marketplace এ কাজ করি, যেমন ওয়েবসাইট টেমপ্লেট বিক্রি করি। তো এর মধ্যে মহিলা ক্লায়েন্ট ও থাকে, যাদের নামের পাশে তাদের পিকচার show করে এবং রিবিউ দিলে তো পারমানেন্টলি থেকে যায় আমার প্রোপাইলে (রিভিউয়ের সাথে তার পিক) । যদিও তাদের পিকচার এর দিকে না তাকিয়েই কাজ করা যায়।
কিন্তু
অন্য কোন লোক যখন আমার প্রোপাইলে এসে রিভিউ দেখতে যাবে এবং তার রিভিউয়ের পাশে সেই মহিলার ছবি দেখবে এতে কি আমার গুনাহ হবে? যেহেতু আমার প্রোপাইল।