একটি গানের ভাষা হচ্ছেঃ-
"আমি পারিনা আর পারিনা, আমি কেন মরিনা। আজরাইল কি চেনে না আমারে গো, আমি পারি না পারিনা।। আমি হয়তো দুই দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার তালবাহান বুঝলাম না রে এক রতি।"
এই গান শুনলে কি ঈমান চলে যাবে? কিংবা কেউ গাইলে কি তার ঈমান চলে যাবে?
একজন মুফতি বলেছেনঃ এই গানের মধ্যে শিরকি বিষয়াদি রয়েছে , সুতরাং কেউ যদি এই গান আবৃত্তি করে, তাহলে তাকে অবশাই ঈমান নবায়ন করতে হবে।
উনার বক্তব্যের উপর ভিত্তি করে যারা এই গান শুনেছে তাদেরকে বলেছি এই গান শুনলে / গাইলে ঈমান চলে যায়। যেহেতু, বিবাহিত থাকলে ঈমান চলে গেলে বিবাহ ভেঙে যায় তাই বলেছি বিবাহিতদের ঈমান এনে আবার বিবাহ করাতে হবে।
১. আমার বক্তব্য কি সঠিক আছে নাকি ভুল হয়েছে।
২. গোসল খানার ফ্লোরে ২-৩ ফোটা নাপাকি ছিল। এরপর আমি দেখানে পানি ঢেলে গোসল করেছি। এরপরও কি ফ্লোর নাপাক থাকবে?