আসসালামু আলাইকুম হুজুর!
আশাকরি ভালো আছেন।হুজুর
https://ifatwa.info/66590/ এইটা ছিলো আমার করা ১০ দিন আগে সর্বশেষ প্রশ্ন।আপডেট একটা প্রবলেম হইছে সেজন্য পোস্ট করলাম।যতো দ্রুত উত্তর পাবো ততো আমার জন্যে উপকার হবে।পূর্বের প্রশ্ন দেখে নিলে আশাকরি আমাকে চিনে যাবেন।
আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি,আল্লাহ ভালো রেখেছেন।
হুজুর একটা বিষয়ে একটু দ্বিধায় পরে গিয়ে প্রশ্ন করলাম।হুজুর আমি যে শর্ত দিয়েছিলাম এবং যে ছুরুতের উপর আমার নিয়্যাত ছিলো সেইটাই ধর্তব্য হবে বলেছিলেন।আলহামদুলিল্লাহ আমার নিয়্যাত যে ছুরুতের উপর ছিলো সেই ছুরুতের গুনাহ হয়নাই অর্থাৎ শর্ত ভঙ্গ হয়নাই।
হুজুর মনের ভিতর এখন এই নিয়্যাত নিয়ে ওয়াসওয়াসা আসতেছে যে তোমার নিয়্যাত অন্যটা ছিলোনা তো! এমনো তো হতে পারে তুমি যে গুনাহ করেছো সেটার নিয়্যাত ও হয়তো তোমার ছিলো ইত্যাদি এভাবে এখন নিয়্যাতের মাঝে কিছুটা ওয়াসওয়াসা আসতেছে।আমি হুজুর নিয়্যাত এর ব্যাপারে ১০০% নিশ্চিত ছিলাম কিন্তু ওয়াসওয়াসা আসার পর আমাকে দ্বিধায় ফেলে দেয়।
১/হুজুরের নিকট আমার প্রশ্ন হলো যে এমন নিয়্যাত নিয়ে যদি দ্বিধায় ফেলে দেয় তাহলে আমি কি করবো??এর দ্বারা কি তালাক হবার সম্ভাবনা আছে?
২/হুজুর আমি দোয়ার মধ্যে আল্লাহ কে স্বাক্ষি রেখে কসম পর্যন্ত করেছি আমার নিয়্যাত কি ছিলো সেইটা বলেছি আল্লাহ কে।কারন আল্লাহ তো সব জানেন।এরপরো মনের ভিতর মাঝে মাঝে ওয়াসওয়াসা আসে,বিশেষ করে নামাজে দাড়াইলে বেশি আসে।হুজুর আমি যেখানে কসম করতে পারছি সেখানে কি সন্দেহ আসলে কোনো সমস্যা হবে আমার?মানে তালাক হবে কি?
৩/হুজুর আমরা শরিয়ত অনুযায়ী চলার পরো যদি আমাদের অগোচরে কোনো প্রবলেম হয় যেইটা আমরা জানিনা,,সেক্ষেত্রে কি আল্লাহ আমাদের কে পাকড়াও করবেন?
যেমন ধরুন আমার তালাকের বিষয়ে আপনাদের কে ছাড়াও আরো কয়েকজন মুফতি সাহেবের নিকট থেকে জেনেছিলাম।সকলেই বলেছিলেন যে আপনার বিবাহিত জীবন ঠিক আছে সমস্যা নাই।আমিও আলহামদুলিল্লাহ পুরাপুরি সত্য সবকিছু মুফতি সাহেবদের নিকট তুলে ধরেছিলাম।এখন এরপরো যদি আল্লাহ না করুন কোনো সমস্যা হয় তাহলে কি আল্লাহ আমাকে পাকড়াও করবেন??আমরা তো আর গায়েব জানিনা।মনের মাঝে ওয়াসওয়াসা আসে যে....মুফতি সাহেবরা যদি ভূল বলেন তখন কি হবে তোমার!আল্লাহ যদি তোমাকে শাস্তি দেন তখন!! ইত্যাদি এমন ওয়াসওয়াসা আসে।
৪/হুজুর অতিতে এমন কথা বলা হইছে কিনা অর্থাৎ তালাক সংক্রান্ত সেইটা মনে করতে গিয়ে বা কিভাবে বলা হইছিলো সেইটা পরিক্ষা করতে গিয়ে..মানে নিজেকে বুঝানোর জন্যে কোনো নিয়্যাত ছাড়া যদি "তালাক" শব্দ উচ্চারণ করা হয় তাহলে কি তালাক হবে? তালাক দিলাম বা তালাক দিবো বা তালাক দিছি কিনা ইত্যাদি এমন ওয়াসওয়াসা আসার দ্বারা সেগুলো কে নিশ্চিত হবার জন্যে নিজে নিজে মনে করার চেষ্টায় থাকলে এবং কোনো নিয়্যাত ছাড়া যদি উচ্চারণ হয় তাহলে কি কোনো সমস্যা হবে?? কারন এখানে তো উদাহারন হচ্ছে বা বিষয়টি নিশ্চিত হওয়ার ট্রাই করা হচ্ছে।
৫/হুজুর আমি ওসিডি রুগি,,,,,এখন আমার কি অতিতের বিষয় নিয়ে ঘাটাঘাটি করা ঠিক হবে?