আসসালামু আ'লাইকুম,
আমার পরিবার এর পছন্দে একটা ছেলের সাথে বিয়ের কথা বার্তা হয়েছে। প্রথমে আমার বাবা ছেলের আর্থিক হাল ভালো না, ছেলে বেকার জেনেও রাজি ছিলেন তবে ছেলে দ্বীনে ফিরেছে ৫, ওয়াক্ত স্বলাত পড়া নফল আমল করা আমাদের আইওএম পড়েন তিনি নতুন ব্যাচের।
যাইহোক আমি দ্বীনের ব্যাপারে দেখে হ্যা বলেছি। ছেলেকে আমি দেখেছি ছেলে আমাকে একবারো দেখার আগ্রহ প্রকাশ করেনি কারণ তিনি আমার দ্বীন মানাকে সবার উপরে রেখেছেন৷ তবুও নিকাব খুলেছি আমি অল্প কিছু সময় দেখে তিনি আর দেখতে চান নি। এবং আমাদের কোনো খোঁজ নেন নি। সেও নিয়নি তার পরিবারও না। তার পরিবারের ভাষ্যমতে অতীতে অনেক খুত থাকতেই পারে বর্তমান মানুষটা কে যা দেখেছে তারা এটাই চাচ্ছে।
আমার বাবা শুরুতে তাদেরকে বলেছে সমস্যা নেই আমরা রাজি। কিন্তু তাদের ঘর দেখে আমার বাবা বা বাবার সাথের লোকেরা বাবা কে হয়ত বুঝাইসে, বাবা পিছিয়ে গেছে। বাবার কথা ছিলো ছেলেকে দেখবে তার কথা বার্তা শুনবে শুনলে যদি ভালো লাগে তাহলে তারিখ দিবে । তো সে জায়গা ওনার সব ভালো লেগেছে কিন্তু ঘর ভালো লাগেনি বেকারত্ব নিয়ে আমার বাবা পরে কনফিউজড হয়ে গেছে। তাদেরকে উত্তর দিচ্ছিলোনা৷
পরে আমি বুঝানোর ট্রাই করেছি এভাবে কথা দিয়ে আবার খেলাপ করা কেমন হয় গেলো না, গুনাহ গার হয়ে যাবো তো। ৷ তিনদিন পরে জানাইসে আমার বাবা রাজি সমস্যা নেই ডেট দুই তিন দিন বাদে জানাচ্ছে৷
যেহেতু বাবা রাজি তারাও রাজি উনার প্রস্তুতি নিচ্ছে। দুইদিন বাদে আবার আমার বাবা ছেলের বাবার সাথে খুব কৌশল অবলম্বন করতেছে৷ এতদিন খোঁজ নেইনি বা যতটুকু নিয়েছে সমস্যা ছিলোনা এখন আবার খোঁজ নিবে। ছেলে আগে দ্বীন প্রেকটিস করতো না তার অতীতে যেসব ভুল ত্রুটি সে আমাকে ক্লিয়ার করেছে হয়ত গুনাহ থাকলেও আল্লাহর ভয়ে লুকিয়েছে। বলে রাখা ভালো আমার পরিবার দ্বীনদার না ছেলের পরিবার পুরোপুরি দ্বীন না মানলেও সাপোর্ট করে,, আমার সব কিছু মেনে নিছে, যেভাবে থাকব সেভাবেই। বাধা দিবে না।
এখন আমার বাবারা খোজ নিলে যদি অতিতের গুনাহ টেনে তাদের তুচ্ছতাচ্ছিল্য করে তাহলে আমার এই ব্যাপারে পরিবার কে কি বুঝানোর আছে৷
আমি আমার পরিবার কে যখনই বুঝাতে চাই যে দুনিয়াবি বিষয় ধন সম্পদ এর কারণে কাউকে তুচ্ছতাচ্ছিল্য না করতে আমার রবেরই সম্পদ দেয়ার মালিকও তিনি। তিনি চাইলে দিবেন। আব্বু এই এক জাগায় আটকা পরে গেছে দুনিয়ার সম্পদ কে বড় করে দেখছে৷
আমি গুনাহ এর আশংকা থেকে বাবা মা কে বলেছি দ্রুত করতে ছেলেও তার বাবা মা কে দ্রুত করতে বলতেছে। গুনাহ যেন না হয় যেহেতু আমাদের ইমোশন কাজ করে আমরা মানুষ এবং এই ফিতনার যুগে কঠিন সেই জায়গা থেকে ছেলেরা আব্বুকে একটু দ্রুত করতে বলাতে আব্বু ধারণা করতেসে ছেলে আমাকে বুঝাচ্ছে বা তাবিজ করসে। আল্লাহুমাগফিরলি।
আমি ৯ বার ইস্তেখারা করেছি দ্বীনের ব্যাপারে বা মনমানসিকতাতে আমি অনেক পজিটিভ আগে আমি কনফিউজড ছিলাম আগাবো কিনা ইস্তেখারার পরেই আর মাশোয়ারা করে আমি আগানোর জন্য সায় দিচ্ছি তবে বার বার জানিয়েছি দুনিয়াবি রিজন যেনো কেউ না আনে ধন সম্পদ অর্থ চাইনা৷ কিন্তু আমার পরিবার এই কারণে বিভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছে।। এই ক্ষেত্রে আমি যদি ছেলেকে বাবা মা ছাড়া বিয়ে করি আবার ইস্তেখারা করে তাহলে কি বাবা মায়ের হক্ব নষ্ট করা হবে? আমার বয়স ২৫। আমি ওনাদের দুনিয়াবি চাহিদা আলা মানুষ কে বিয়ে করতে চাইনি চাইনাই দেখে ওনারা এতদিন আমাকে অন্য আরেক অপবাদ দিত। এখন এই ছেলের দ্বীনের দিক টা দেখে আমি হ্যা বলে দিসি এখন তারা ধারণা করতেসে আবার অন্য কিছু।
আমি কি করতে পারি এই ব্যাপারে আর তারা আমার কথা শুনতে চায়না। এবং আমাকে ভুল বুঝে। যেমন ছোট ভাইকে মাদ্রাসায় দিতে চাইসি তারা নারাজ! আমাড় বোন হারামে আছে তাই মানা করসি বুঝাইসি তারা বলে আমি আমার বোনকে পছন্দ করি না।