ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রকাশনা স্বত্ব সংরক্ষিত রাখা জায়েয।সেজন্য প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের কপি করা জায়েয হবে না।চায় তা অফলাইনে হোক বা অনলাইনে হোক।সুতরাং প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের ফটোকপি করে বা পিডিএফ ফাইল তৈরী করে তা বিক্রি করা/প্রচার-প্রসার করা কখনো জায়েয হবে না।
ফেকহী মাক্বালাত(শায়খুল ইসলাম তাক্বী উসমানী)- ১/১৭৩---২৪১
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসে এসেছে,রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
لا ضرر ولا ضرار
ইসলামে নিজেকে ক্ষতি পৌছানো নেই এবং অন্যকেও ক্ষতি পৌছানো যাবে না।(সুনানু ইবনি মা'জা-২৩৪০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোনো বই অনুবাদ করে বিক্রি করার ক্ষেত্রেও মূল বইয়ের লেখক/প্রকাশক থেকে অনুমতি নেয়া বাধ্যতামূলক। মূল লিখক/প্রকাশকের অনুমোদন ব্যতিত অনুবাদ করে বিক্রি করা যাবে না। তবে বইয়ের স্বত্ব সংরক্ষিত না থাকলে, বিনা অনুমতিতে অনুবাদ করা যাবে।
(২) যদি লেখক/প্রকাশক কোনো নির্দিষ্ট প্রকাশনীকে অনুমতি দিয়ে থাকে অনুবাদ করার কিন্তু অন্য একটি প্রকাশনী অনুমতি ছাড়াই অনুবাদ করে বই প্রকাশ করে বিক্রি করা শুরু করে, সেটাও জায়েয হবে না। বরং যাকে অনুমোদন দেয়া হবে শুধুমাত্র তিনিই অনুবাদ করতে পারবেন।