ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে তাইমিয়্যাহ রাহ বলেনঃ
ﻛﺬﻟﻚ ﺍﻟﺮﺏ ﺳﺒﺤﺎﻧﻪ ﻳﻮﺻﻒ ﺑﺎﻟﻌﺮﺑﻴﺔ " ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ " ، ﻭﺑﺎﻟﻔﺎﺭﺳﻴﺔ " ﺧﺪﺍﻱ ﺑﺰﺭﻙ " ، ﻭﺑﺎﻟﺘﺮﻛﻴﺔ " ﺳﺮﻛﻮﻱ " ، ﻭﻧﺤﻮ ﺫﻟﻚ ، ﻭﻫﻮ ﺳﺒﺤﺎﻧﻪ ﻭﺍﺣﺪ ، ﻭﺍﻟﺘﺴﻤﻴﺔ ﺍﻟﺪﺍﻟﺔ ﻋﻠﻴﻪ ﺗﻜﺜﺮ "
-রব সুবহানাহু ওয়া তা'আলাকে আরবী বিভিন্ন শব্দ যেমন আল্লাহ,রাহমান,রাহিম ইত্যাদি শব্দ দ্বারা বিশেষায়িত করা যায়,এবং ফার্সিতে খোদা-য়া বুযরুক,ও তুর্কিতে সরকুওবী, ইত্যাদি দ্বারাও বিশেষায়িত করা যায়,মনে রাখতে হবে আল্লাহ তা'আলা এক-ই,কিন্তু তাকে বুঝাতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়।(ফাতাওয়া আল-কুবরা,৬/৫৬৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রবি ঠাকুর কর্তৃক যে বগবান লিখা হয়েছে, সেটা শিরক।কেননা এক আল্লাহর প্রতি উনার বিশ্বাস নাই।তবে কোনো মুসলমান যদি কখনো বগবান বলে ফেলে, তাহলে তখন এর অর্থ হবে "এক আল্লাহ"।কেননা মুসলমানের অন্তরে এক আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে।তখন বুঝা যাবে যে, মুসলমান বগবান দ্বারা এক আল্লাহকেই উদ্দেশ্য নিয়েছেন। যদিও প্রত্যেক মুসলমানের উচিৎ, সর্বদা ইসলামী আরবী শব্দ ব্যবহার করা।