আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১.আমার আম্মু ও আমি একই ফোন ব্যবহার করি। এখন আম্মু আমাকে বিভিন্ন গায়রে মাহরাম আত্মীয় এর কাছে কল দিয়ে দিতে বলে। আবার বিভিন্ন আত্মীয়রা ফোন দিলে আমি আম্মুকে কলটা রিসিভ করে দিই। এখন আম্মু তাদের সাথেও গীবত করবে,,,, অপ্রয়োজনীয় কথা বলবে,,, এইজন্য আমি বিভিন্ন আত্মীয় স্বজনের ফোন নাম্বার delete করে দিই। তাতেও লাভ হয় না। আবার আম্মু আমাকে নাম্বারগুলো সেভ করে দিতে বলে। তখন আবার সেভ করে দিই। এখন আম্মু এই ফোন চালাতে গিয়ে যেসব গুনাহ করবে, তার জন্য আমিও কি গুনাগার হবো??? কারণ আমি যে আম্মুকে কল দিয়ে দিচ্ছি???
২.আমি গতকাল আমার চাচির বাসায় গিয়েছিলাম। যখন আমি চলে আসব তখন চাচি আমার কাছে শুনছে যে আমি বাসায় গিয়ে কি করব। তখন আমি বললাম পড়াশোনা করব।
মূলত আমি বাসায় গিয়ে সন্ধ্যার জিকির করব,এরপর একটু আরবি পড়ব। এরপর যদি সময় পায় তাহলে পড়াশোনা করব আর নাহলে করব না। কিন্তু আমি যে চাচিকে বললাম যে, আমি বাসায় গিয়ে পড়াশোনা করব। এইটা কি মিথ্যা কথা বলা হলো?
৩.আমার আম্মু আমাকে নফল ইবাদত করতে দেয়না। এজন্য আমি লুকিয়ে লুকিয়ে তা করি। যেমনঃ একাডেমিক বইয়ের নিচে ফোন রেখে অ্যাপস থেকে কুরআন পড়ি। আবার একাডেমিক বই সামনে রেখে সকাল সন্ধ্যার জিকির ও দোয়া গুলো পড়ি। এখন আম্মু যখন জিজ্ঞেস করে আমি কি করছি,,,,,তখন আমি একাডেমিক বইটা নিয়ে পড়া শুরু করি,,, আর বলি অমুক subject টা পড়ছি। অমুক subject টা পড়বো। এইরকম ভাবে তাউরিয়া করি। অনেক সময় আমি বইয়ের page উল্টানোর আওয়াজ করি,, যেন আম্মু মনে করে আমি পড়ছি। এই ফাঁকে আমি কুরআন পড়ি। তাছাড়া নফল ইবাদত করার আমার কোন উপায় নেই। এতে কি প্রতারণা করা হবে???
৪.আমার আম্মু আমাকে খুব একটা ওয়াজ নসিয়াত শুনতে দেয় না। এজন্য আমি লুকায়ে ফোন থেকে শুনি আর আম্মু আসলে বই পড়ার ভান করি,, কারণ আম্মু দেখলে বকবে,, দুশ্চিন্তা করবে। এখন এতে কি প্রতারণা করা হয়?
৫.আবার আমি আল্লাহর কাছে দোয়া করি বা তওবা করি তখন তো আর সবার সামনে করা যাবে না। তখনও আমি সামনে নিয়ে পড়ার ভান করি। আর আল্লাহর কাছে দোয়া বা কোনো বিষয়ে তওবা করি। এইটা কি ঠিক?