اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
আমি আমার স্বামীর ২য় ইস্তিরি
আমি ডিভোর্সি সে আমার সম্পর্কে সব জেনেই আমাকে বিবাহ করে,
বিবাহের পর আমি যখন শশুর বাড়ি যাই তখন আমাকে তার পরিবারের কেউ মেনে নেয় না,
পরে আমার স্বামী আমাকে এবং তার ১ম ইস্তিরিকে নিয়ে সৌদি চলে যায়,।
আমারা একই বাসাতেই থাকি,আৃার স্বামী আমার হক ঠিক মতো আদায় করে না,আমি পাচ মাসের গর্ভবতী, এ অবস্থায় আমাকে সে মারধোর করে,
সে তার ঐ ইস্তিরির কাছে সবসময় থাকে আমার নিকট আসে না খুব কম আসে, আমার খেয়াল রাখেনা, খাবারের প্রতিও না,
সে আমাকে সবসময় ছোট করে তার পরিবারের সবাই আমাকে টর্চার করে,
আমাকে তার জীবন থেকে সরাতে সে আমার সাথে প্রতিনিয়ত খারাপ আচরন করে অথচ ঐ ইস্তিরির সাথে সদাচরণ করে,তাকে আমার রুমে আসতে বললেও সে আসে না,,বলে যে দিন হচ্ছে কর্মের জন্য তাই নাকি দিনে চাইলে এক স্ত্রীর সাথে থাকতে পারবে, এজন্য সে ঐ বউয়ের কাছে থাকে আমার কাছে আসে না রাতেও ঠিক মতো আসে না,
আর এ নিয়ে কিছু বলতে গেলেই তালাকের ভয় দেখায়, মারধোর করে,
আমার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে, আমি সবর করে ছিলাম কিন্তু আর পারছি না, তারা সবাই আমার প্রতি জুলুম করে আমি এতিম তাও আমার জুলুম করেন,
এ অবস্থায় আমার কি করনীয়?