আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
আমি একটা ছেলের সাথে আমার বিয়ের জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেছি। অনেক জায়গা থেকে রিজেক্ট হওয়ার পর এই একটা ছেলে পেয়েছি যে আমার বিষয়ে ইন্টারেস্টেড, সামনে আগাতে চায়। কিন্তু সমস্যা হলো তার বাসা ফরিদপুর আর আমার বাসা কিশোরগঞ্জ। অনেকটা দূরে হয়ে যায়, তাই আমার বাসার মানুষ রাজি হতে চাচ্ছেনা। কিন্তু ছেলে দ্বীনদার, হালাল ইনকাম আছে। আমার পছন্দ হয়েছে ছেলেকে, ছেলের ও পছন্দ হয়েছে আমাকে। এই ছেলের সাথে যোগাযোগ হওয়ার পর থেকেই আমি আল্লাহর কাছে দোয়া করতাম যদি উত্তম হয় সে আমার জন্য তাহলে যেন বিষয়টা আগায়, আর আল্লাহতো জানেন এটা আমার জন্য উত্তম কিনা। যদি উত্তম হয় তবে যেন আমি বুঝতে পারি এখানে আগানো উচিত হবে।
আজকে রাতে আমি স্বপ্ন দেখি এই বিষয়টা নিয়ে। স্বপ্নে ইমেইলের মাধ্যমেই আমাদের কথা হয়। আমি কি বলেছি মনে নেই কিন্তু এমন এমন কিছু একটা বলেছি যেটা দেখে ছেলে অনেক খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে। আমিও অনেক খুশি হই। স্বপ্নটা ছিলো ঠিক ফজরের আজানের আগ মুহুর্তে। শুনেছি ফজরের আগের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে কি ধরে নিবো এটা আল্লাহর তরফ থেকে ইশারা ছিলো? এটা আমার জন্য উত্তম?