জবাবঃ-
বিসমিল্লাহির রহমানির রহিম
শরীয়তের খেলাফ কাহারো আদেশই মানা জায়েজ নেই।
এমনটি বাবা মাও যদি শরীয়তের খেলাফ কাজ করতে আদেশ করে,তবুও তাহা মানা জায়েজ নেই।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনোভাবেই উক্ত বোনের জন্য নাচা জায়েজ হবেনা।
স্পষ্ট হারাম।
এতে সম্পর্ক ভেঙ্গে যায় যাক, তবুও নাচা জায়েজ হবেনা।
প্রয়োজনে নিজে অসুস্থ বলবে (মনে মনে আত্মিক অসুস্থতার নিয়ত করবে),বা অন্য কিছু অজুহাত দেখাবে,বা সেখানে যাবেইনা।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَ اِنۡ جَاہَدٰکَ عَلٰۤی اَنۡ تُشۡرِکَ بِیۡ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ۙ فَلَا تُطِعۡہُمَا وَ صَاحِبۡہُمَا فِی الدُّنۡیَا مَعۡرُوۡفًا ۫ وَّ اتَّبِعۡ سَبِیۡلَ مَنۡ اَنَابَ اِلَیَّ ۚ ثُمَّ اِلَیَّ مَرۡجِعُکُمۡ فَاُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۱۵﴾
আর তোমার পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে শির্ক করার জন্য পীড়াপীড়ি করে, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মেনো না এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে আর যে আমার অভিমুখী হয়েছে তার পথ অনুসরণ কর। তারপর তোমাদের ফিরে আসা আমারই কাছে, তখন তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবিহিত করব।
(সুরা লুকমান ১৫)
রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন,
ﻻ ﻃﺎﻋﺔ ﻓﻲ ﻣﻌﺼﻴﺔ ﺇﻧﻤﺎ ﺍﻟﻄﺎﻋﺔ ﻓﻲ ﺍﻟﻤﻌﺮﻭﻑ
গোনাহের কাজে কারো অনুসরণ করা যাবে না,অনুসরণ একমাত্র নেককাজ সমূহেই করা যাবে। (সহীহ বুখারী-৭২৫৭,সহীহ মুসলিম-১৮৪০)
অন্যত্র বর্ণিত আছে
ﻟَﺎ ﻃَﺎﻋَﺔَ ﻟِﻤَﺨْﻠُﻮﻕٍ ﻓِﻲ ﻣَﻌْﺼِﻴَﺔِ ﺍﻟﻠَّﻪِ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ
আল্লাহর অবাধ্যতায় কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না।(মুসনাদে আহমদ-১০৯৮)
আরো জানুনঃ-