আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
134 views
in পবিত্রতা (Purity) by (24 points)
edited by
১. আমার স্বপ্নদোষ হয়েছিল। লিংগের ডান দিকে বীর্য লেগেছিল। আমি তা ঘসে ঘসে ধুয়ে পরিস্কার করেছি। সেখানে পানি ঢালার সময় সেখান থেকে পানি ছিটে একটু উপরের দিকে লেগেছিল। এরপর আমি সমস্ত শরীরে পানি ঢেলেছি। ৩-৪ মগ পানি ঢেলেছি। পেটে সামান্য সাবানও ঘসেছি। এখন ভয় হচ্ছে সেই নাপাকি পানি নাভিতে ঢুকে গেল কি না? আমি তো নাভির ভিতরে আংগুল ঢুকিয়ে পানি ঢালিনি। এখন আমার নাভি পেট কি নাপাক?
আমার পাক নাপাকি নিয়ে ওয়াসওয়াসা রয়েছে।

২. কোন বিবাহিত ব্যক্তিদের মধ্যে স্বামী - স্ত্রী উভয়েই কাফের হয়ে গেলে কি বিবাহ ভেঙে যাবে? যেমনঃ স্বামী স্ত্রী উভয়েই একসাথে মাজারে সেজদা করলো।

1 Answer

0 votes
by (559,530 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


(০১)
প্রশ্নের বিবরণ মতে আপনার নাভি,পেট নাপাক নয়।
তাহা পাক হয়েছে।
তবে ফরজ গোসলের সময় আপনাকে অবশ্যই নাভির ভিতরে পানি দিয়ে পরিস্কার করতে হবে।

(০২)
কোন বিবাহিত ব্যক্তিদের মধ্যে স্বামী - স্ত্রী উভয়েই এক সাথে কাফের হয়ে গেলে, তাদের বিবাহ অটুট থাকবে।

তারপর এক সাথে এক সাথে ইসলাম গ্রহন করলে,সেক্ষেত্রেও তাদের বিবাহ অটুট থাকবে।

কোন বিবাহিত ব্যক্তিদের মধ্যে স্বামী - স্ত্রী উভয়েই একের পর একজন কাফের হয়ে গেলে,তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।

এক সাথে মুরতাদ হওয়ার পর একের পর একজন ইসলাম গ্রহন করলে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
(বাদায়েউস সানায়ে ২/৬৫৬, রদ্দুল মুহতার ৩/১৯৬)

হাদীস শরীফে এসেছেঃ- 
বিশিষ্ট তাবেয়ী আতা (রহ.)বলেন:

عن عطاء، في الرجل والمرأة يكونان مشركين فيسلمان، قال: يثبت نكاحهما، فإن أسلم أحدهما قبل الآخر انقطع ما بينهما

‘যদি তারা একসাথে ইসলাম গ্রহণ করে তাহলে তাদের বিবাহ বহাল থাকবে। আর যদি একজন অপরজনের আগে ইসলাম গ্রহণ করে তাহলে তাদের পারস্পরিক বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৮৪০০]

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 102 views
0 votes
1 answer 126 views
0 votes
1 answer 168 views
...