আসসালামু আলাইকুৃম শায়েখ,
আমার আগের প্রশ্ন ও আপনার উওর : দেখবেন প্লিজ।
https://ifatwa.info/64206/
(১) আমার তালাকের এই ওয়াসওয়াসা দিন দিন বেশি হচ্ছে শায়েখ। একটু রাগ হলে মনে হচ্ছে তালাক শব্দ উচ্চারণ হয়ে যাবে। নিজেকে কন্টোল করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে।একটার পর একটা সন্দেহ মনে আসতেই আছে। মাঝে মধ্যে মনে হচ্ছে তালাক শব্দ মনে আসলে জিব্বা নড়ে যাচ্ছে। কিন্ত আমি নিজের কানে তালাক শব্দ শুনছি না। বাচ্চাকে কোলে নেব না বলছিলাম, বলার সময় মনে হচ্ছে আমার ওয়াইফকে নেব না বললাম। যতবার বাচ্চাকে নেব না বললাম,ঠিক ততবার মনের ভিতর হচ্ছিল যে, আমি আমার ওয়াইফকে নেব না বললাম। এরকম সব কথাতেই আমার ওয়াসওয়াসা হচ্ছে।
এগুলার দ্বারা কি তালাক জনিত কোন সমস্যা হবে শায়েখ??
(২) শায়েখ তালাকের ওয়াসওয়াসা জনিত আমি আপনাদের কাছে এজাবত কত প্রশ্ন করেছি তার হিসাব নেই। প্রতিদিন কোন না কোন সন্দেহ মনে আসছে আর আপনাদের নিকট প্রশ্ন করছি। কিন্তু এভাবে আর কত প্রশ্ন করবো!
তাই এর পরে আমার মনে আর কোন প্রকার সন্দেহ আসলে আমি কি করে আমার মনকে শান্ত করবো?