ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
অনুমানের ভিত্তিতে কাফফারা আদায় করতে হবে।
(২)
" ﻣﻦ ﺗﻔﻞ ﺗﺠﺎﻩ ﺍﻟﻘﺒﻠﺔ ﺟﺎﺀ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﻭﺗﻔﻠﻪ ﺑﻴﻦ ﻋﻴﻨﻴﻪ "
যে ব্যক্তি ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ করবে,কিয়ামতের দিন তাকে এমনভাবে উত্তোলন করা হবে যে,তার থুথু তার দু চক্ষুর মাঝখানে থাকবে।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
অসম্মান প্রদর্শনের উদ্দেশ্য পশ্চিম দিকে পা রাখা, থুথু নিক্ষেপ করা বা ভিন্ন কিছু নিক্ষেপ করা কুফুরী। অপারগ অবস্থায় রাখা জায়েয।অনিচ্ছাকৃত হলে জায়েয। ইচ্ছাকৃত তবে অসম্মান প্রদর্শনের নিয়তে নয়, এমন হলে মাকরুহ। কেননা আমাদের সমাজে অসম্মানই গণ্য করা হয়। আল্লাহ-ই ভালো জানেন। যদি অনিচ্ছায় এমনটা করে নেয়া হয়, তাহলে কোনো গোনাহ হবে না। তবে সর্বদা এত্থেকে বেঁচে থাকাই তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পশ্চিম দিকে কিন্তু নিচের দিকে মুখ করে থুতু ফেললে গুনাহ হবে না। বেসিন পশ্চিম দিকে তাই নিচের দিকেই থুথু নিক্ষেপ করতে হবে।