আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায।
আমি অনার্স থার্ড ইয়ারের শেষ পর্যায়ে আছি পড়াশোনার। আমার বাবা টিউশনি করে সংসার চালান।আমার মা গৃহিণী।
আমাদের সংসারের অবস্থা দিন আনি দিন খাই-এইরকম।আমরা তিনবোন।বড় এক ভাই। সম্প্রতি ভাইয়া বিয়ে করেছে, বাসায় না জানিয়ে। পরবর্তীতে আমরা জেনেছি। ভাইয়ার আয় রোজগারও এইরকম ই। সংসারে কন্ট্রিবিউট করে কম ই বলতে গেলে।যেহেতু তারও সংসার রয়েছে। তারপর ই আমি। তারপর আমার দুইটা ছোট বোন।এমতাবস্থায় আমার মা এবং বাবা সম্পূর্ণ সংসারের হাল আমার উপর ছাড়ার আশায়,আমার চাকরি করতেই হবে, নাহলে তারা মানবে না।আর বিয়ে দেওয়ার ত প্রশ্ন ই করেন না।প্রতি বারই ফোন দিয়ে আমাকে চাকরির তাগিদ দিতে থাকেন।আমি ভেবেছিলাম হয়তো বিয়ের কথা বাসায় বলব,কিন্তু তাদের আশার উপর আমার আর কিছু বলা হয় না,তাছাড়া যেহেতু ভাইয়াও বিয়ে করে ফেলেছে, তাদের একমাত্র আশা এখন আমি।আমার ছোট বোন দুইটাও আছে। আব্বার বয়সও অনেক হয়েছে।
এমতাবস্থায় আমি কি করতে পারি?আমার জন্য কি চাকরি করা জায়েজ হবে উস্তায? বিয়ের কথাও বাসায় বলতে পারছি না,কিভাবে সবকিছু ম্যানেজ করব। আমার জন্য খাস করে দুআ করবেন উস্তাদ। আর পরামর্শ দিয়ে একটু সাহায্য করুন।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।আমিন।