হুজুর মনে করেন আমি জানি - হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করলেও ব্যবসার ইনভেস্টের টাকা এবং লাভের টাকা সবই হারাম হয়ে যায়। এক্ষেত্রে হারাম টাকাটি সুদের টাকা বা যেকোনো টাকা হতে পারে।
ক) আমার প্রশ্ন হলোঃ আমি জেনে বুঝে হারাম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছি। পরবর্তীতে আমি আমার হালাল কোনো খাত থেকে ইনভেস্টের টাকাগুলো দান করে দিলে ব্যবসার ইনভেস্টের টাকা এবং লাভের টাকা সব হালাল হবে না?
উল্লেখ্য যে, আমি ব্যবসা না করেও চলতে পারব। সেক্ষেত্রে আমার পরিবারের দায়িত্ব আমার বাবা মাকে নিতে হবে। যদিও আমার বাবা মা চান যে, যতদিন আমার চাকুরি হয় নি, ততদিন তারা আমার সংসার চালাবেন এবং আমি কনফেকশনারি ব্যবসা করি তারা তা চান না। তারা চান যে, আমি যেন শুধুই পড়াশোনা করি। তবে আমার প্লান হলো চাকুরি করে যে টাকা ইনকাম করব ব্যবসা করলে তার চেয়ে বেশি ইনকাম করতে পারব এবং ব্যবসা হলো স্বাধীন পেশা। তাছাড়া আমারও ইচ্ছা হয় যে, নিজে টাকা ইনকাম করব।
খ) আবার আমি যদি হালাল হারাম সিওর না হয়ে কোনো টাকা দিয়ে ব্যবসা শুরু করি এবং পরবর্তীতে সেই পরিমাণ ইনভেস্টের টাকা হালাল কোনো উৎস থেকে দান করে দেই, তাহলে আমার ব্যবসার ইনভেস্টের টাকা এবং লাভের টাকা হালাল হবে না?
(হালাল হারাম সিওর না হলেও আমি চেয়েছিলাম যে, আমার ব্যবসাটি যেন হালালভাবে চলে। যদিও মনে করেছি যে, হালাল বা হারাম কি হয় হোক ব্যবসা চালিয়ে যাই)