ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তালাক প্রদান করা সম্পূর্ণ স্বামীর অধীকার।হ্যা শরীয়ত কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকে নিজের উপর তালাক প্রদানের অনুমোদন দিয়েছে।যেমন,স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি প্রদান করলে,স্ত্রী নিজেকে তালাক দিতে পারবে।তাছাড়া স্বামী খোরপোষ না দিলে,স্ত্রী কাযী সাহেবের নিকট অভিযোগ দায়ের করতে পারবে।কিংবা স্বামী নিখোঁজ হলে বা ধ্বজভঙ্গ হলে কোর্ট বিবাহ ভঙ্গের রায় দিতে পারবে।
স্বামীর খোঁজখবর না থাকলে স্ত্রী চার বছর পর্যন্ত অপেক্ষা করবে।চার বছর অপেক্ষার পরও যদি স্বামীর কোনো খোঁজখবর না মিলে,কোর্ট স্বামীর পক্ষ্য থেকে বিবাহ ভঙ্গ করে দিবে।স্ত্রী তালাক দিতে পারবে না।তালাক দেয়ার অধীকার স্ত্রীর নেই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/4506
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথম কথা হল, স্ত্রীর তালাকে অধিকার আছে কি নেই? যদি স্ত্রীর তালাকের অধিকার না থাকে, তাহলে এভাবে হাজার বার বললেও কোনো সমস্যা নেই, স্ত্রী কখনো নিজের উপর তালাক নিতে পারবে না। আর স্ত্রীর তালাকের অধিকার যদি থাকে, তাহলেও স্ত্রী যেহেতু পরবর্তীতে নিজের উপর কোনো তালাক গ্রহণ করেনি, তাই তালাক হবে না। কুরআন হাতে নিয়ে বলছেন, এখন এজন্য উনাকে ইস্তেগফার তথা আল্লাহর কাছে মাফি তলব করতে হবে।তবে যদি কেউ কুরআনের কসম করে নেয়, তাহলে তখন কসম পূর্ণ না করলে কাফফারা দিতে হবে।কেননা কুরআন দ্বারা বিশুদ্ধমতানুযায়ী কসম হয়ে যায়।