আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রশ্নঃ হুজুর হালাল হারাম সংমিশ্রণ খাদ্য গ্রহণকারী আত্মীয় স্বজন বন্ধু পাড়ার প্রতিবেশী দাওয়াত দেয় সেটা কি গ্রহণ করা যাবে..
মেইন কথা আমার চতুরদিকেই প্রায় ৯৯% লোক ব্যাংকের সাথে কিছু না কিছু সম্পর্ক জড়িত আছে এখন আমি তাদের থেকে কিভাবে নিজেকে রক্ষা করব।
দোকানের বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি সিগারেট জর্দা বিক্রি করা হয় এটা কি জায়েজ হবে...??
মানে দোকানে সারাদিনে সবচেয়ে বেশি বিক্রি হয় বিড়িসিগারেট এ ক্ষেত্রে এখন করনীয় এবং কি ভাবে সমাধান করা যায়।