আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাজ,আমরা একটু উদ্যোগ নিয়েছি যে উদ্যোগে আমরা টেলিগ্রামে ইসলামিক বই পড়ে রেকর্ডিং দিবো। এ উদ্যোগের নেওয়ার পেছনের কারণ হলো যেই বোনরা আর্থিক সমস্যার কারণে বই পড়তে পারেন না বা সময় কুলোতে পারেন না তারা কাজ করতে করতেও এই রেকর্ডিং শুনতে পারবেন। এ ব্যাপারে কি লেখকের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে??লেখকের অনুমতি নেওয়া তো কোনভাবেই সম্ভব নয়।এটা না যায়েজ হওয়ার কোন সম্ভাবনা আছে?