https://ifatwa.info/66092/ হুজুর এই প্রশ্নে আপনি জবাব দিয়েছেন,আমিও বুঝছি আলহামদুলিল্লাহ।
স্পেসিফিক ভাবে এতোটুকুর উত্তর একটু দেন প্লিজ।
১/হুজুর ❝ স্ত্রি কে হুমকি বা ভয় দেখিয়ে বললো যে "তালাক দিলাম কিন্তু..." স্ত্রি বললো না দিয়েন না,মাফ করে দেন।স্বামি বললো ওকে দিলাম না❞।এই কথার দ্বারা কি এখানে তালাক হবে??এখানে কিন্তু তালাকের কোনো নিয়্যাত ছিলো,শুধুমাত্র ভয় দেখানোর উদ্যেশ্যে ছিলো লোকটির।এখানেও এই কথাটা তো ভবিষ্যতের দিকেই ইঙ্গিত হচ্ছে কি?
হুজুর একটু বিশেষ ভাবে উত্তর চাই এই ১ং প্রশ্নের।
২/হুজুর মেসেজের মাধ্যমে তালাকের নিয়্যাত করে কিছু লিখলে বা লিখে ডিলিট করলেই তো তালাক হবে তাইনা? কিন্তু নিয়্যাত ছাড়া টাইপিং মিস্টেক হয়ে তালাক সংক্রান্ত কিছু লিখে ফেললো এবং সাথে সাথে ডিলিট করে পুনরায় তালাক সংক্রান্ত বাক্য যাতে না হয় সেজন্য ইডিট করে অন্য বাক্য লিখলো...এমতাবস্থায় তো তালাক হবেনা তাইনা?
৩/হুজুর আমাদের মতোন ওয়াসওসার রুগিদের কে শয়তান বা নফস তাকওয়া ওয়ালা বানায় দেয়,,,নিজেকে খুবই বুযূর্গ ভাবায় সেজন্য মনের ভিতর সারাক্ষণ ভয় দেখায় কিন্তু গুনাহের কাজের সময় এমন ভয় থাকেই না দিলে।
তার মানে হুজুর এমন দিলের অবস্থা শয়তানের পক্ষ থেকেই আসে তাইনা?
৪/হুজুর একজনের পূর্বে ২ তালাক পতিত হয়েছে তার ভূলের কারনে,অজ্ঞাতবসরে।এখন সে আর এক তালাকের মালিক আছে।হুজুর সে তো এখোনো হালাল ভাবে সংসার করতে পারবে তাইনা?? হুজুর এতে কি তার সংসারে কোনো বারাকাহ নষ্ট হবে?হুজুর বিশেষ নসিহা চাই এই ব্যাপারে,কারন মনে শয়তান ওয়াসওয়াসা দেয় যে "তোর তো আর মাত্র একটা সুযোগ আছে,যেকোনো মূহুর্তে এইটাও হয়ে যাবে,সুতরাং এই বিবি কে তালাক দে বা এই টাইপের বিভিন্ন ওয়াসওয়াসা এনে মনে কষ্ট দিতে থাকে।" হুজুর এই জন্যে আপনার নিকট হতে কুরান হাদিস অনুযায়ী নসিহা চাই।
জাজাকাল্লাহ