আসসালামু আলাইকুম হুজুর।
হুজুর ভবিষ্যতের কোনো কথার মাধ্যমে কি তালাক হয়?
যেমন স্বামি বললো স্ত্রিকে আমি তোমাকে তালাক দিবো,তোমাকে তালাক দিতে চাচ্ছি,ভয় দেখিয়ে বললো তালাক দিলাম কিন্তু..,স্ত্রি বললো না দিয়েন না।তখন স্বামি বললো আচ্ছা দিলাম না।এখানে কিন্তু স্বামি তালাক দেয়নি শুধু হুমকি দিলো।এই অবস্থায় কি তালাক হবে? (এখানে কিন্তু স্বামি বলে নাই যে "আমি কিন্তু তোমাকে তালাক দিলাম" বরং বলেছে আমি তালাক দিলাম কিন্তু"এবং স্ত্রির উত্তরের অপেক্ষায় আছে।আর এখানে তালাক দেয়ার কোনো নিয়্যাত ও নাই) বিঃদ্রঃ এমনটা কিন্তু ঘটেনি,শুধু ওয়াসওয়াসা আসলো সেজন্য জানার জন্যে প্রশ্ন করলাম।
আপনি তো জানেনি আমি ওয়াসওয়াসার রুগি।আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক সুস্থ আমি। দোয়া করবেন আমার জন্যে।