ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) হারাম ইনকাম খেলে দু'আ কবুল হবে না। হ্যা, আল্লাহ চাইলে কবুল করতে পারেন। সুতরাং হারাম খেয়ে খেয়ে দু'আ না করে বরং হারাম পরিত্যাগ করেই আল্লাহর কাছে দু'আ করতে হবে।
ঐ মহিলা ববা শিশু যার অভিভাবক হারামে লিপ্ত,এবং মহিলার নিজস্ব কোনো সম্পদ নাই, তাহলে ঐ মহিলার জন্য এই বিধান প্রযোজ্য নয়।
(২)নিয়ত ছাড়া কেউ যদি মসজিদে ১০ টাকার জায়গায় ভুলে ৫০ টাকা দান করে ফেলে এর জন্য কি বাকি টাকা দানের জন্য কোনো সওয়াব পাবে, তাহলে ১০ টাকার অতিরিক্ত টাকার সওয়াবও সে পাবে।
(৩)লাইতাকুল কদরের রাতের চেয়ে জুম্মার দিনের ফজিলত বেশি না। কেননা কদরের এক রাত্রির ইবাদত ১হাজার মাসের চেয়েও বেশী। তাছাড়া এ দিন লোকদের ভাগ্য লেখা হয়। এছাড়া এ দিন রহমতের ফিরিশতারা জমিনে নেমে আসেন।
৪)প্রশ্নের নাম্বার কমেন্টে লিখবেন।