আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
147 views
in সালাত(Prayer) by (81 points)
১)যোহরের সুন্নাত সালাতে আমি "সামিআল্লহ..... হামি ইই দাহ" পড়ি। হামিদা না পড়ে আমি "হামি ইই দাহ" পড়ি। হামি এর মি এর পর এক আলিফ টান দিই। সব সালাতেই আমি এভাবে উচ্চারণ করেছি।

২)ফরজ নামাজ একাকী পড়ার সময় ১ম রাকাতে আমি "সামিআল্লহ.... হামিদাহ" পড়ার সময় হামি এর মি এর পর এক আলিফ "হামি ইই দাহ" পড়ি।এরপর মনে হলো হামি এর পর এক আলিফ টান দেয়া হয়তো ভুল।তাই ২য় রাকাতে এক আলিফ টান না দিয়ে "হামিদাহ" পড়ি। ৩য় রাকাতে আবার ভুলে এক আলিফ টেনে "হামি ইই দাহ" পড়ে ফেলি।কিন্তু পরার পর আর ঠিক করিনি। আমার মনে হলো এতে সালাতে কোনো সমস্যা হবেনা। ৪র্থ  রাকাতে আবার এক আলিফ না টেনে "হামিদাহ" পড়ি।
এতে কি সালাত হয়েছে?

1 Answer

0 votes
by (589,170 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
 "সামিআল্লহ..... হামি ইই দাহ"  পড়ার কারণে নামায ফাসিদ হবে না।তবে উচ্ছারণ বিশুদ্ধ করা অত্যান্ত জরুরী। হ্যা,ইচ্ছাকৃত এমনটা করা মাকরুহ।যথাসম্ভব মাখরাজ ও সিফাত আদায় করে নেয়া মুস্তাহাব। 

وأما اللحن في التسميع فهو ما يفعله عامتهم إلا الفرد النادر منهم؛ فيقولون: "رابنا لك الحامد" بزيادة ألف بعد راء ربنا وألف بعد حاء الحمد، أمّا الثانية: فلا شك في كراهتها، وأما الأولى: فلم أر من نبه عليها، ولو قيل إنها مفسدة لم يكن بعيدًا؛ لأنه الراب بتشديد الباء زوج الأم، كما في الصحاح والقاموس، وهو مفسد للمعنى، إلا أن يقال يمكن إطلاقه عليه تعالى وإن لم يكن واردًا، لأنه اسم فاعل من التربية فهو بمعنى رب، وعلى كل حال؛ فجميع ما ذكرناه لا يحل فعله وما هو مفسد منه يكون ضرره متعديًا إلى بقية المقتدي ممن يأخذ عنه. انتهى. (مجموعة رسائل ابن عابدين-ج١،ص١-٢)

বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1126


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,170 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...