আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
233 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)

এক বোনের প্রশ্ন 

 

এটা অনেক বছর আগের ঘটনা। বাবা মা পরিবার কে না জানিয়ে বিয়ে করেছিলো।  কিন্তু তারা পড়াশুনার জন্য একসাথে থাকতনা। মাঝে মাঝে তাদের দেখা হতো এবং থাকত এক সাথে। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ একদিন কথা কাটাকাটি করে তারহাসব্যান্ড তাকে এক তালাক , দুই তালাক, তিন তালাক , বাইন তালাক বলে।  কথাটি সে ফোন call এ বলেছিলেন। তার মেজাজ ভালো হলে বলে যে আমি তালাকের নিয়াতে বলি নি , রেগে বলেছিলাম।  তার কয়েকদিন পর সে আবার মেসেঞ্জার এমেসেজ এ এক তালাক , ২ তালাক, তিন তালাক এভাবে বলে।  এমন ভাবে প্রায় ই কিছু হলেই তালাক বলে।  এভাবে প্রায়ই বলার কারনে বোনটি তার হাসব্যান্ড কে নিজ থেকে divorce latter দিয়ে একবারে চলে আসে। এরপর সে তার নিকটবর্তি এক মসজিদ এর ইমাম এর কাছে বিষয়টি বলে। ইমাম বলে যে তার তালাক হয়ে গেছে সে অন্যত্র বিয়ে করতে পারে। যেহেতু এই বিষয়ে কোন মসয়ালা বোর্ড থেকে মাসয়ালা নেয়া হয় নি তাই বোনটি অনুতপ্ত।উল্লেখ্য যে বোওটির তখন ফিক্ব সম্পর্কে ধারনা ছিলোনাই তাই সে কোন মতবাদ অনুসরণ না করে শুধু কোরআন এবং সহীহ্ হাদিস মেনে চলত। এখন সে হানাফি মতবাদ মেনে চলার চেস্টা করে।  অপরদিকে তার হাসব্যান্ড নিজেকে মুক্তমনা দাবি করত। এখন প্রশ্ন হলো 

 

    1. যেহেতু ঘটনা অনেক আগে ঘটেছে প্রায় ৩-৪ বছর তাই এখন মনে নেই যে ওই সময় আমার হায়েজ ছিলো নাকিছিলো না। আমি islamq website এ দেখলাম যে হায়েজ অবস্থায় তালাক হয় না।
    2. তালাক এর পর হাসব্যান্ড যদি আবার ফিরিয়ে নিতে চায় তাহলে কি অই মহিলা ফিরে যেতে বাধ্য? যদি হাসব্যান্ডবার বার অবিচার করে তাহলে? যদি মহিলা ফিরে না যায় এবং ইদ্দত পার হয়ে যায় তাহলে কি বিয়ে ভেংগে যাবেযদিও হাসব্যান্ড ফিরিয়ে নিতে চেয়েছিল? 
    3. তালাক গুলো ঠিক কত দিন পর পর দেয়া হয়েছে সেটা মনে নেই, উপরের বর্ণনা অনুযায়ী কি তালাক হয়েছে? 

1 Answer

0 votes
by (606,150 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
فَإِن طَلَّقَهَا فَلاَ تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىَ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِن طَلَّقَهَا فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللّهِ وَتِلْكَ حُدُودُ اللّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2729

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বোনটি জন্মসূত্রে বাংলাদেশী, সুতরাং বোন হানাফি। কেননা বোনের বাবা দাদা পরিদাদা সবাই হানাফি হবেন সম্ভব। এর কারণ হল, মুগল সাম্রাজ্য হানাফি ফিকহ তথা ফাতাওয়ায়য়ে হিন্দিয়া বা ফাতাওয়ায়ে আলমগিরি দ্বারাই রাষ্ট্র পরিচালনা করতো, কাজেই বুঝা গেল যে, এদেশের আদি মাযহাব হানাফি। হানাফি ফিকহ অনুযায়ী একই বৈঠকে তিন তালাক পতিত হয়।এবং হায়েয অবস্থায়ও তালাক পতিত হয়।

সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী তালাক পতিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...