বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
অফিসের কাজে মাসুমকে কেউ জিজ্ঞেস করল, অমুক কাজ কবে হবে?
মাসুম বলল, অমুক কাজটি গতকাল শেষ হয়েছে।
লোকটি মাসুমকে জিজ্ঞেস করল, শেষ হয়ে গেছে?
মাসুম তা*** এর নিয়তে বলল, হ্যা।
মাসুম মাসুমের বিবাহের সম্পর্কের দিকে ইংগিত করে হ্যা বললে কি তার বিবাহের ক্ষতি হবে?
এইখানে মাসুমের মিথ্যা স্ববীকারোক্তির কিছুই হবে না।
(২)
রিপার তা*** এর অধিকার আছে।
অফিসের কাজে রিপাকে কেউ জিজ্ঞেস করল, অমুক কাজ কবে হবে?
রিপা বলল, অমুক কাজটি গতকাল শেষ হয়েছে।
লোকটি রিপাকে জিজ্ঞেস করল, শেষ হয়ে গেছে?
রিপা তা*** এর নিয়তে বলল, হ্যা।
রিপা রিপার বিবাহের সম্পর্কের দিকে ইংগিত করে হ্যা বললে তার বিবাহের কোনোই ক্ষতি হবে না।
রিপার এইখানে মিথ্যা স্বীকারোক্তির কিছুই হবে না।