ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ছোট বাচ্চা তার নাপাক হাত (হাত হালকা ভেজা, যেটা দিয়ে কাপড় ধরলে কাপড় ভিজে যাচ্ছেনা, এমন নাপাক হাত) দিয়ে চুলে স্পর্শ করলে বা চুল টান দিলে চুল নাকাপ হবে না।
(২) [নাজাসতে গালিজাহ কাপড় বা শরীরে লাগলে, এক দিরহাম (তথা বর্তমান সময়ের পাঁচ টাকার সিকি)পরিমাণ বা তার চেয়ে কম হলে, উক্ত কাপড়ের সাথে নামায বিশুদ্ধ হবে।যদিও তা ধৌত করা জরুরী যদি সময়-সুযোগ থাকে।]
এই হুকুম কাপড়, শরীর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
(৩) কোন নাপাক সেটা শরীর থেকে হোক (যেমন, হাত-পা) অথবা সরাসরি হোক, সেটা কাপড়ে লাগলে (যেমন, নাপাকী ঘেমে ভিজা হলেও) সেই কাপড় যদি চিপড়িয়ে পানি ফেলার মতন হয়।
আপনার এই প্রশ্নটি অস্পষ্ট।দয়াকরে স্পষ্ট করে কমেন্টে লিখুন। জাযাকাল্লাহ।
(৪) একই ভাবে,কোন নাপাক সেটা শরীর থেকে হোক বা সরাসরি হোক, এমন কোন নাপাক চুলে লাগলে (যেমন, নাপাকী ঘেমে ভিজা হলেও) সেই চুলগুলো যদি চিপড়িয়ে পানি ফেলার মতন হয়।
আপনার এই প্রশ্নটি অস্পষ্ট।দয়াকরে স্পষ্ট করে কমেন্টে লিখুন। জাযাকাল্লাহ।
(৫) ঠিক একইভাবে, শরীর থেকে কোন নাপাক শরীরে লাগলে ( যেমন, নাপাকী ঘেমে ভিজা হলেও) সেই শরীরের ওই অংশটুকুতে যদি কোন কাপড় রেখে সেই কাপড় চিপড়িয়ে পানি ফেলার মতন হয়।
আপনার এই প্রশ্নটি অস্পষ্ট।দয়াকরে স্পষ্ট করে কমেন্টে লিখুন। জাযাকাল্লাহ।