স্বামীর সংসারে খরচ করা সম্পদ স্ত্রী যেকোন সময়ে অধীকার দাবী করতে পারবে কিনা? - Islamic Fatwa (ifatwa.info)
আসসালামু আলাইকুম উস্তাজ,
আপনি উপর্যুক্ত মাসয়ালাটির উত্তর প্রদান করায় জাযাকাল্লাহ। উক্ত ফতোয়ায় যে মূলনিতিটি বলা হয়েছে তা হলোঃ যার টাকায় কোন কিছু ক্রয় করা হবে, দলীল যার নামেই হোক না কেন, টাকা দেয়া ব্যক্তিই সম্পদের মালিক হবে৷
এখন উক্ত মহিলা গত ৫০ বছরে তার স্বামীর সংসারে কোন কোন জমি, বস্তু বা বাড়ি ক্রয়ে টাকা খরচ করেছেন, তার হিসেব তার বা কারো কাছেই সুনির্দিষ্টভাবে নেই। তবে, উক্ত মহিলা বা আত্মীয় স্বজন সবাই জানে যে উক্ত মহিলার স্বামীর নিজস্ব সম্পদ দিয়ে কোন জমি বা বাড়ি ক্রয় করা সম্ভব ছিলো না। এমন সামর্থ্য তার ছিলো না। উক্ত মহিলাই বাবার বাড়ি থেকে সম্পদ এনে এগুলো গুছিয়েছেন।
তবে, উক্ত মহিলার অন্যান্য বোনেরা তাদের বাবার কাছ থেকে মীরাস হিসেবে যা পেয়েছে তার সুনির্দিষ্ট হিসেব বা পরিমান জানা এবং প্রমাণ আছে। তাই, এখন তিনি তার বোনেরা যতসম্পদ মীরাস হিসেবে পেয়েছেন, সেই পরিমাণ সম্পদের মূল্য তার স্বামীর সম্পদ থেকে দাবী করছেন। (যেহেতু তিনি তার পিতা হতে মীরাস হিসেবে যা পেয়েছেন, তা তার স্বামীর সংসারেই ব্যয় করেছেন এবং তাদের বোনেরা প্রত্যেকেই পিতা হতে সমান পরিমান সম্পদই মীরাস হিসেবে পেয়েছে)
এখন প্রশ্ন হলোঃ উক্ত মহিলার দাবী অনুযায়ী সেই পরিমাণ সম্পদ তার স্বামীর সংসার থেকে তাকে দিতে তার ছেলে মেয়েরা ইসলামী শরিয়তের আলোকে বাধ্য কিনা?