আসসালামু আলাইকুম
আমি অবিবাহিত,,, কয়েকমাস পরেই আমার বিয়ে,,, তবে ফেসবুকে তালাকের মাসাআলা দেখে আমি অনেক ভয়ের মধ্যে পরে গেছি,,,বিয়ে করতেই ভয় লাগতেছে এরকম বেপার,,,, ইসলামে তালাক সর্বনিম্ন হালাল কাজ,,, তাহলে এমন কি কোনো প্রক্রিয়া আছে যার মাধ্যমে বিয়েতে স্বামী এবং স্ত্রী উভয়ের তালাকের অধিকার সারাজীবন এর জন্য রহিত করা যায়??
কাবিননামা তে যদি আমি এই চুক্তি করি যে আমার স্বামী আমাকে কখনো তালাক দিতে পারবেন না তাহলে কি তার অধিকার থাকবে?
আমি অনেক ভয়ের মধ্যে পরে গেছি জন্য জানতে চেয়েছি