আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
129 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামুয়ালাইকুম সন্মানিত ওস্তাজ, হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে সেই সময়ের আলেমদের মতামত জানতে চাই।তার বিরুদ্ধে ততকালীন মুসলিমরা কি কোনো আন্দোলন করেছিলো।যদি করে থাকে তাহলে সেই ব্যাপারে বিস্তারিত জানতে চাই।জাজাকাল্লাহু খইরন ।

1 Answer

0 votes
by (603,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ قَالَ أَحْصَوْا مَا قَتَلَ الْحَجَّاجُ صَبْرًا فَبَلَغَ مِائَةَ أَلْفٍ وَعِشْرِينَ أَلْفَ قَتِيلٍ
হিশাম ইবন হাসসান (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে সমস্ত ব্যক্তিদের হাজ্জাজ বেধে এনে হত্য করেছিল তাদের সংখ্যা একলাখ বিশ হাজারে পৌছে যায়। এ বিষযে আসমা বিনত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।(সুনানে তিরমিযি-২২২৩)

ইবনে কাসির রাহ লিখেন,
"وقد روينا عنه أنه كان يتدين بترك المسكر ، وكان يكثر تلاوة القرآن ، ويتجنب المحارم ، ولم يشتهر عنه شيء من التلطخ بالفروج ، وإن كان متسرعا في سفك الدماء ،  فالله تعالى أعلم بالصواب وحقائق الأمور وساترها ، وخفيات الصدور وضمائرها .
وأعظم ما نقم عليه وصح من أفعاله سفك الدماء ، وكفى به عقوبة عند الله عز وجل ، وقد كان حريصا على الجهاد وفتح البلاد ، وكان فيه سماحة بإعطاء المال لأهل القرآن ، فكان يعطي على القرآن كثيرا ، ولما مات لم يترك فيما قيل إلا ثلاثمائة درهم" انتهى .("البداية والنهاية"-9/153)
হাজ্জাজ ইবনে ইউসুফ নেশা জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতো।সে বেশী বেশী কুরআন তিলাওয়াত করতো।হারাম থেকে বেঁচে থাকতো।নারী কেলেঙ্কারি সম্পর্কে কোনো অভিযোগ তার ব্যাপারে পাওয়া যায়নি। তবে সে রক্তপাতে দ্রুতগামী ছিলো।সামান্য অযুহাতে লোকদের হত্যা করে ফেলতো।আল্লাহই হাকিকত সম্পর্কে ভালো জানেন।

তার সবচেয়ে বড় বদ অভ্যাস ছিলো, সে নরহত্যা চালিয়েছিলো।আল্লাহর শাস্তির জন্য এটাই যথেষ্ট অপরাধ। হাজ্জাজ জিহাদের প্রতি এবং অমুসলিম এলাকাকে বিজিত করার প্রতি লালায়িত ছিলো। সে আহলে কুরআনদের প্রতি মাল খরচ করতে অত্যান্ত আগ্রহী ছিলো। কুরআনওয়লাদের প্রচুর হাদিয়া তুহফা দিতো। হাজ্জাজ যখন মারা গেল, তখন তার সম্পদ তিনশত দিরহামের বেশী ছিল না।।(আল-বেদায়া ওয়ান-নেহায়া- ৯/১৫৩)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...