আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
176 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (40 points)
ফেরাউনের লাশ সংরক্ষণ বিষয়ে ইউটিউব এ দেখায় যেই লাশটা অটা কি আসলে তারই লাশ এটা নিয়ে অনেকের কাছে শুনেছিলাম যে তারা সন্দেহ করেছে ? কুরআন কি এরকম কিছু বলা আছে কি যে ফেরাউনের লাশ কিয়ামত পরযন্ত সংরক্ষিত থাকবে ? এই বিষয়ে কিছু বলা আছে কি ?

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَلَافِ
তাই আজকে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে তাই তোমার পশ্চিমবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তি প্রতি লক্ষ্য করে না।(সূরা ইউনুস-৯২)

তাফসীরে জালালাইনে উক্ত আয়াতের ব্যখ্যায় লিখা হয়েছে,
{فَالْيَوْم نُنَجِّيك} نُخْرِجك مِنْ الْبَحْر {بِبَدَنِك} جَسَدك الَّذِي لَا رُوح فِيهِ {لِتَكُونَ لِمَنْ خَلْفك} بَعْدك {آيَة} عِبْرَة فَيَعْرِفُوا عُبُودِيَّتك وَلَا يَقْدَمُوا على مثل فعلك وعن بن عَبَّاس أَنَّ بَعْض بَنِي إسْرَائِيل شَكُّوا فِي مَوْته فَأُخْرِجَ لَهُمْ لِيَرَوْهُ
আজ আমি ফিরআউনের লাশকে সমুদ্রের তলদেশ থেকে বের করে জনাসম্মুখে নিয়ে আসবো, যাতেকরে অবশিষ্ট লোকজনের জন্য নিদর্শন হয়। এবং যাতেকরে  হে ফিরআউন!  তোমার খোদায়ী সম্পর্কে লোকজন অবগত হয়। এবং তোমার মত হীন কাজে যাতেকরে আর কেউ কখনো অগ্রসর না হয়। হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত, বনি ইসরাঈলের কিছু লোক ফিরআউনের মৃত্যু নিয়ে সন্দেহ করলে আল্লাহ তা'আলা সমুদ্রের তলদেশ থেকে ফিরআউনের লাশ বের করে দিলেন। যাতেকরে লোকদের সন্দেহ দূর হয়ে যায়। (শেষ)

আল্লাহ তা'আলা লোকদের সন্দেহ দূর করার জন্য ফিরআউনের লাশকে তখন সমুদ্রের তলদেশ থেকে ঢেউয়ের মাধ্যমে কিনারায় নিয়ে আসেন, লোকজন লাশ দেখার পর লাশের কি হয়েছিলো, সেটা জানা যায় নি। বর্তমানে মিশরে অবস্থিত লাশ কি সেই ফিরআউনের না ভিন্ন কোনো ফিরআউনের? সেটা নিশ্চিতভাবে বলা যাবে না।কুরআন হাদীসে এসম্পর্কে নিশ্চিত কোনো বর্ণনা নাই 


এ সম্পর্কে মাদরে ইলমী দারুল উলূম দেউবন্দের একটি ফাতাওয়ায় বলা হয়,
جواب نمبر: 2958
بسم الله الرحمن الرحيم
فتوی: 117/ ج= 812/ ج
قرآن مجید میں فرعون کی لاش کے بارے میں یہ تو کہیں نہیں کہ اس کی لاش قیامت تک رہے گی۔ البتہ ایک جگہ اس کے متعلق ارشاد ہے: فَالْیَوْمَ نُنَجِّیْکَ بِبَدَنِکَ لِتَکُوْنَ لِمَنْ خَلْفَکَ آیَةً اللہ تعالیٰ نے فرعون کو مخاطب کرکے فرمایا ہے کہ غرقابی کے بعد ہم تیرے بدن کو پانی سے نکال دیں گے تاکہ تیرا بدن پچھلے لوگوں کے لیے قدرتِ خداوندی کی نشانی اور عبرت بن جائے۔ واقعہ کی مختصر وضاحت یہ ہے کہ جب حضرت موسیٰ علیہ السلام نے اسرائیلیوں کو فرعون کے ہلاک ہونے کی اطلاع دی تو وہ فرعون سے اس قدر مرعوب تھے کہ اس کا انکار کرنے لگے تو اللہ نے ان کی رہ نمائی اور دوسروں کی عبرت کے لیے فرعون کی لاش کو دریا کی موج کے ذریعہ باہر ڈال دیا جس کو دیکھ کر لوگوں نے اس کی ہلاکت کا یقین کرلیا اور یہ لاش سب کے لیے نمونہ عبرت بن گئی پھر معلوم نہیں اس لاش کا کیا ہوا۔ مصر کے میوزیم میں جو لاش ہے اس کے متعلق یقین سے نہیں کہاجاسکتا کہ یہ وہی فرعون ہے جس کا مقابلہ حضرت موسیٰ سے ہوا تھا یا کوئی دوسرا فرعون ہے کیوں کہ فرعون کسی ایک شخص کا نام نہیں۔ اس زمانے میں مصر کے ہربادشاہ کو فرعون کا لقب دیا جاتا تھا، مگر کچھ عجب نہیں کہ قدرت نے جس طرح غرق شدہ لاش کو عبرت کے لیے کنارہ پر ڈال دیا تھا اسی طرح آئندہ نسلوں کے لیے عبرت کے لیے اسے گلنے اور سڑنے سے محفوظ رکھا ہو اور وہ اب تک موجود ہو، بہرحال موجودہ لاش کے بارے میں یقین سے کچھ کہنا بہت مشکل ہے۔


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...