আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
106 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (76 points)
edited by
১।মানুষকে খাওয়ানোতো উত্তম কাজ হাদিসে রয়েছে নামাজে ছিলাম তখন অন্তরে ওসওয়াসা আসছিলো যে নবীজী সঃ নিজে খাওয়ার জন্য এ কথা বলছেন( নাউজুবিল্লাহ) বারবার আসার কারনে বিরক্ত হয়ে সয়তান উদ্দেশ্য করে মনে মনে বলছি হ নবীজি সঃ বলছেন( নাউজুবিল্লাহ)  তোর কি তাহলে কি আমার ইমান চলে যাবে।

২।এই প্রস্ন করার কারনে আমার ইমানে কোনো ক্ষতি হবে কি

৩।শিরকি কাজ ও মুশরিকদের  মুসলমানদের ঘৃনা করা জন্য কোন ধরনের হুকুম

৪।মুশরিকদের কে অন্তরে ঘৃণা রেখে মুখে হাসি দিয়ে কথা বলা যাবে কি

৫।মোবাইলে লুডু কিং গেইম আছে সেইখানে ডুকার প্রথমে খ্রিস্টানের ধর্মীয় বিশ্বাসের কিছু ছবি দেয়া হয় ডিসেম্বর ২৫ তারিখে বা আগে পরে কিন্তু লুডু বোর্ডে আগের মতোই আছে কোনো ধর্মীয় ছবি দেওয়া নাই তাহলে আমরা যদি  সেই গেইম খেলি আমাাদে ইমানের কোনো ক্ষতি হবে কি

৬।শিরকি কাজ কে মোহাব্বত করলে কি সেও মুশরিক

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
এক্ষেত্রে আপনার ঈমান চলে যাবেনা।

(০২)
এই প্রশ্ন করার কারনে আপনার ঈমানের ক্ষতি হবেনা।

(০৩)
অমুসলিমের সাথে বন্ধুত্ব সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,

لاَّ يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاء مِن دُوْنِ الْمُؤْمِنِينَ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللّهِ فِي شَيْءٍ إِلاَّ أَن تَتَّقُواْ مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللّهُ نَفْسَهُ وَإِلَى اللّهِ الْمَصِيرُ

মুমিনগন যেন অন্য মুমিনকে ছেড়ে কেন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কেন সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোন অনিষ্টের আশঙ্কা কর, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে আল্লাহ তা’আলা তাঁর সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। এবং সবাই কে তাঁর কাছে ফিরে যেতে হবে।(সূরা আলে ইমরান-২৮)

কোনো অমুসলিমকে ইসলামের দিকে দীক্ষিত করতে,বা কোনো প্রভাবশালী অমুসলিমের ক্ষতি থেকে নিজেকে হেফাজত করতে তার সাথে বাহ্যিক বন্ধুত্ব রাখা যায়,তবে আন্তরিক বন্ধুত্ব স্থাপন কখনো জায়েয হবে না।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মুশরিকদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা যাবেনা।
তবে বাহ্যিক বন্ধুত্ব রাখা যাবে।
নিজের ঈমান,আকীদা ঠিক রাখার স্বার্থে অমুসলিমদের সাথে আন্তরিক বন্ধুত্ব স্থাপন জায়েয হবে না।

শিরকি কাজকে ঘৃণা করতে হবে,কেননা এটি মুসলিমদের ঈমান নষ্ট করে দেয়।

(০৪)
সেই গেম খেললে এতে ঈমানের ক্ষতি হবেনা।

(০৫)
না,এতটুকুর দরুন তাকে মুশরিক বলা হবেনা।
সে মুনাফিক।

তবে জেনে বুঝে বড় শিরক এর কাজ করলে কাফের হয়ে যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...