ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কালিমাতুল্লাহ নামে কোনো চ্যানেলে খুললে সেই চ্যানেলে শুধুমাত্র কুরআন-হাদীস প্রচার করাই উত্তম হবে।হাদীস যেহেতু আল্লাহর পক্ষ্য থেকেই আসে,অর্থাৎ সকল হাদীসের সারমর্ম আল্লাহর পক্ষ্য থেকেই আসে,যদি শব্দ চয়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' করেছেন।
তবে চ্যানেলেকে মনিটাইজেশন করতে পারবেন না। সতর্কতামূলক উলামায়ে কেরাম এডসেন্সকে হারাম হিসেবে ফাতাওয়ায় দিয়ে থাকেন।
(২)
আপনি যেই ভিডিও লিংক দিয়েছেন, সেগুলো অপেন হচ্ছে না। কমেন্টে নতুন করে লিংকগুলো দিবেন।
(৩)
শায়খ আহদুল্লাহ যদি কখনো মাজহাবের বিপরীতে অন্য কোন ফতোয়া দিয়ে থাকেন এবং আপনি যদি তা না জেনে চ্যানেলে আপলোড করেন, তাহলে এতে কোনো সমস্যা নেই, তবে জানার পর ডিলেট করে দিবেন।
(৪)
জ্বী, কুরআন শিক্ষামূলক সফটওয়্যার বা এপ বানাতে পারবেন।
(৫)
আমি মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক, বাকী সময়টুকুতে আই ফাতাওয়ায় লেখালেখি করি। সারসংক্ষেপ এতটুকুই।
(৬)
ফাতাওয়ায় নাম্বার বলেন, প্রয়োজনে ডিলেট করে দেবো।কমেন্টে জানাবেন।
(৭)
গুগলের নিষেধাজ্ঞা থাকলে একাধিক ইমেইল খুলতে পারবেন না। তবে প্রতিষ্টানের জন্য সম্ভবত নিষেধাজ্ঞা থাকার কথা নয়।
(৮)
kalimatullah @ gmail খুলে নিতে পারবেন।