আসসালামু আলাইকুম শায়েখ,,,আশাকরি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আপনাদের সকলকে অনেক ভালো রেখেছেন।হুজুর প্রশ্নের জবাব দ্রুত এই জন্যে চাইলাম,কারন আমাকে এগুলা নিয়ে ভাবতে একদম মানা করা হয়েছে,এখন প্রশ্নের জবাব পাওয়ার আগ পর্যন্ত শুধু এগুলা মাথায় ঘুরতেই থাকবে।সেজন্য দ্রুত চাইলাম।
১/আলহামদুলিল্লাহ শায়েখ এখন অনেক ভালো আছি,ফ্যামিলির সাথে,ব্যবসার সাথে সময় দিচ্ছি।ওয়াসওয়াসা অনেক কমে গেছে।শায়েখ! দিনের পথে চলতে গেলে মিনের ভিতর খুতখুতানি বাড়তে থাকে আবার অন্য মনষ্ক হলে তখন ওয়াসওয়াসা চলে যায়।এগুলা কি শয়তানের ওয়াসওয়াসা?
২/শায়েখ আপনাদের কাছে বিগত ৭টা প্রশ্ন করেছি এবং ফোনেও বহুবার কথা বলেছি।শায়েখ আমি আমার লিখা + কথা বলার মাঝে কিছুই লুকাইনি।আপনারা সব শুনে বুঝেই ফতোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতেছি।শায়েখ সব কিছু দেখা এবং শুনার পর আপনারা ফতোয়া দিয়েছেন,শায়েখ আমি নিশ্চিন্তে সংসার করতে পারবো তো।।? কারন শয়তান মাঝে মাঝে সন্দেহ ঢুকায়
৩/শায়েখ আপনি সব শুনে বলেছিলেন যে তালাক হবেনা।শায়েখ গত ১/২ দিন মনের ভিতর ওয়াসওয়াসা আসে যে তুমি "সত্যিকারের উলঙ্গ নর-নারীর কোনো কিছু" দেখবানা বলছো কিন্তু তুমি তো কার্টুন/এনিমেশ এগুলা দেখেছো,,,মানলাম এগুলা সত্যিকার মানুষ বা নরনারী নাই কিন্তু এগুলাও অনেকাংশে সত্যিকারের মতোই হয়... ইত্যাদি এমন ওয়াসওয়াসা দিচ্ছে,,যদিও আমি পাত্তা দেইনা।কারন হুজুর আপনি বলেছিলেন যে হুবুহু যে শর্ত দেয়া হবে একদম সেইই শর্তই হতে হবে এবং কোনো নিয়্যাত থাকলে উচ্চারিত যে শব্দে শর্ত দেয়া হয়েছে সেই শর্তের মধ্যেই থাকতে হবে তাহলে গা তালাক হবে।নতুবা হুবুহু শর্তযুক্ত জিনিস না পাওয়া গেলে বা শর্ত যে বিষয়ে উচ্চারণ করে দেয়াছে সেই বিষয়ের মধ্যে কোনো নিয়্যাত না থাকে বাহিরে কোনো নিয়্যাত থাকলে তা ধর্তব্য হবেনা।
তো হুজুর সত্যিকার উলঙ্গ নর-নারীর কথা খাছ করার পর আমি যে কার্টুন /এনিমেশন এগুলা দেখেছিলাম এগুলার দ্বারা তো কোনো তালাক হবেনা তাইনা?কারন এগুলা তো শর্তের বিপরীত কর্ম আর তালাক হবার জন্যে তো হুবুহু শর্ত পাওয়া জরুরি। যদিও এর আগে বহুবার জবাব দিছেন তবুও শেষবার স্যাটিসফাই হবার জন্যে প্রশ্ন করলাম বিস্তারিত ভাবে।
৪/বারবার হুজুরদের কে প্রশ্ন করা এবং একের পর একাধিক হুজুরকে প্রশ্ন করা একই বিষয়ে এগুলা কি ওয়াসওয়াসার লক্ষণ?আমার ভিতর শুধু পেরেশানি কাজ করে,,,এই হুজুর যদি ভূল বলে আরেক হুজুর কে প্রশ্ন করি,ওই হুজুর উত্তর দেয়ার পর মনে হয় আরেকজন কে প্রশ্ন করি...ইত্যাদি এমন চলতেইইই থাকে।
আলহামদুলিল্লাহ হুজুর আমি অনেক সুস্থ হচ্ছি,দোয়া চাই আল্লাহ যেনো আমার ঈমান ও আমাল কে ঠিক করার তাওফিক দান করেন।