ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)হযরত মুহাম্মাদ সা: এর বিয়ে নিয়ে মনের মধ্যে একটু সংশয় হয়েছিল বা খারাপ চিন্তা আসছিল । সঙ্গে সঙ্গে তওবা করে মন কে বুঝিয়েছি, আমার নবী যা করবেন সেটা সবসময় সঠিক। তার পর আমার বাবা কে বলি বাবা আমাকে বুঝিয়ে বলে নবীর বিয়ে সম্পর্কে । আমার ধারণা খুব ভালো ভাবে পরিষ্কার হয়ে জাই।
হুজুর এইরকম চিন্তা আসার জন্য আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।
(২)
এইরকম ভাবনার জন্য ঈমানে কোনো সমস্যা হবে না।আপনি এই আকিদা রাখবেন, যে এই ব্রিজ আল্লাহর হুকুমে আল্লাহর কোনো বন্দা তৈরী করেছিলেন।
(৩) এদ্বারাও কোনো সমস্যা হবে না।
(৪)
শুধু মনে হচ্ছে ঈমান চলে গিয়েছে হয়ত কাফের হয়ে গিয়েছি শুধু এইরকম মনে হচ্ছে তাহলে কি ঈমান চলে যাবে বা কাফের হয়ে যাবো?
এমন চিন্তা আসার কারণে আপনি কাফির হবেন না।
(৫) এজন্যও আপনি কাফির হবেন না।
(৬) এজন্যও আপনি কাফির হবেন না।