ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মৃগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে,
عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّهُ خَطَبَ امْرَأَةً فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " انْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا "
তিনি জনৈকা স্ত্রীলোককে বিয়ের প্রস্তাব দেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দেখে নাও। তা তোমাদের উভয়ের প্রণয়ে সহায়ক হবে। (ইবনু মাজাহ ১৮৬৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাউকে ভাললাগা বা তাকে পছন্দ হওয়ার কারণেই তো তাকে বিয়ে করা হবে।সুতরাং আপনি যে বলছেন,
"মেয়েকে দেখার পর থেকে তার প্রতি আমার ভালোলাগা কাজ করছে। তার সাথে কথা বলতে ইচ্ছা করছে।"
এই যে, ভালোলাগ, দিনের অনেক সময় তার কথা মনে পরা, এটা গোনাহের কিছু নয়। এই ভালো লাগাটা স্বাভাবিক।