ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি ওয়াসওয়াসার রোগী, আমাদের ভাষায় জবাব দিলে হয়তো আপনার বুঝে আসবে না, তাই আপনার কথা গুলো হুবহু উল্লেখ করে,তারপর প্রত্যেকটির নিচে জবাব দিয়ে দেয়া হয়েছে.....
(১)হাসবেন্ড একদিন বলছে তুমি ডিভোর্স দিয়া দিও।। আর কয়েকদিন যদি বলে তুমি ছাইড়া দিও(জানার জন্য জিজ্ঞেস করতেছি )।কিন্তু বউ সে সময় কিছুই বলে নাই।অনেকদিন পর মাসালা জানার পর ওয়াসওয়াসা থেকে নিজের উপর বইলা ফেলসে। তারপর সাভাবিক সংসার করতেসে। বউ কে ফিরিয়ে নেওয়ার পর অধিকার দেওয়ার মত কিছু আর বলে নাই।আগেই জা বলছিল-----------
(ক)
বউ তালাক বলার আগে হাসবেন্ড কয়েক বার বলাই কি বউ ৩ তালাকের অধিকার পাইসে?হাসবেন্ড কোন নিয়ত করে নাই।হাসবেন্ড যখন অইগুলা বলসে সে সময় বা এর মাজে বউ কিছু বলে নাই।অনেক দিন পর ওয়াস ওয়াসা থেকে বলসে।তারপর আর হাসবেন্ড অধিকার দেওয়ার মত কিছু বলে নাই।
এই প্রশ্নের উত্তর হল, কোনো তালাকই পতিত হবে না।
(খ)
ওয়াস ওয়াসা থেকে যখন বলসে তখন বউয়ের সন্দেহ হই যে সে যখন বইলা ফেলসে তখন হইত ঠোঁট জিব্বা নড়ছে। নিজের কানে শুনা যায়,এভাবে হয়তো বলে নাই। বউ জানত সে অধিকার পায় নাই, যেহেতু কাবিন নামাই নাই। অইভাবে বলাই যে অধিকার হয়, তা জামাই বউ কেউ-ই জানে না। হাসবেন্ড তাকে ছাড়বে না তাই অই ভাবে বলসে।
এই প্রশ্নের উত্তর হল, কোনো তালাকই পতিত হবে না।
(২)
বউ চিন্তা থেকে বলসে হইত তালাক হইয়া গেছ।
বউয়ের এরকম চিন্তা হয়, হাসবেন্ড বুঝায় যে কিছুই হয় নাই।তারপর একদিন হাসবেন্ড বলছে, যদি কিছু হইয়া থাকে, তাহলে তুমি কি করবা? তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবা? বউ জিজ্ঞেস করছে কি কিছু হবে? হাসবেন্ড বলছে ভুল কিছু হইলে। হাসবেন্ড তো জানে কিছু হয় নাই, কিন্তু উ এসব চিন্তা করে, তাই বলছে,।
এখানে কিছু দিয়া যদি তালাক হওয়া বুঝায়, তাহলেও তালাক হবে না।
(৩)বউ বলছে, সংসার বাচানোর জন্য কত চেষ্টা করতেছি।। হাসবেন্ড রাগ কইরা বলছে, সংসার বাঁচানো লাগবে না।তুমি মাসালা নিয়াই থাক গা। তুমার মাসালা যা আসে তাই নিয়াই থাকো।এখানে ভাল খারাপ যে কোন কিছু হইতে পারে।
এই প্রশ্নের উত্তর হল,
এ কথা দ্বারা কোনো কিছুই হবে না।তালাক হবে না।
(৪)
হাসবেন্ড বুজানোর জন্য বলছে, আমি তুমাকে ছাড়া থাকব, তা কোন দিন ভাবি নাই। কয়েকবার বলার পর একবার বইলা ফেলছে, আমি তুমাকে ছাড়া থাকব না, তা কখনো ভাবি না। কিন্তু সে যে উল্টো বইলা ফেলছে, তা বুজে নাই।এই কথা দ্বারা কিছু হবে না।
(৫)
বউ এগুলা নিয়া পইরা থাকে, তাই হাসবেন্ড রাগ কইরা বলছে, এরকম করলে আমরা কেউ তুমার সাথে থাকব না। একথা দ্বারা তালাক হবে না।
(৬)যে গুলা কেনায়া বাক্য না, সেগুলো বলার সময় ছাড়ার চিন্তা আসলে তালাক হবে না।