আসসালামু আলাইকুম।
এটি আমার এক ভাই এর প্রশ্ন। প্রশ্নটি বুঝার সুবিধার্থে আমি একটি উদাহরণ দিচ্ছি।
সে একজন পুলিশ। লাইসেন্স না থাকায় একজন চালক কে আটক করলো। সে যদি চায় লাইসেন্সবিহিন এই চালক কে আদালতেও নিয়ে যেতে পারে, অথবা মামলাও দিতে পারে, অথবা সচারচ যা হয়, কিছু টাকা ঘুষ নিয়ে ছেড়েও দিতে পারে, অথবা কোনো টাকা পয়সা নেওয়া ছাড়াও ছেড়ে দিতে পারে।
তার প্রশ্ন হচ্ছে, সেই চালকের থেকে কোনো টাকা পয়সা নেওয়া ছাড়াই ছেড়ে দিতে চায়, কিন্তু সে দেখতে পেলো, লাইসেন্সবিহিন এই চালক যথেষ্ট ধ্বনি মানুষ এবং তাই সে যদি তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে, একটি এমাউন্ট কোনো এতিম খানায় দান অথবা কোনো মাদ্রাসায় দান করে দিতে বাধ্য করে, তাহলেও কি এই টাকা ঘুষের অন্তর্ভুক্ত হবে?
অথবা সেই চালক অথবা তিনি কোনো রকম গুণাহর অন্তর্ভুক্ত হবেন?